Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫৫ কেজি সোনা চুরিতে রাজস্ব কর্মকর্তাসহ ৩ জনের আবারো রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম অফিসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিন জনের আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থানার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে আট আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদারকে আবার সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপর পাঁচ আসামি কারাগারে আটক রাখার আবেদন করেন একই তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট বেগম শান্তা আক্তার তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আকরাম শেখ, মাসুম রানা, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম সিপাহী মো. আফজাল হোসেন, ও আফজাল হোসেন।

গত ১৩ সেপ্টেম্বর ৮ জনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট।

এর আগে, কাস্টমসের আটজনকে গ্রেফতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব সোনা উধাওয়ের বিষয়টি ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এই ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মূলত যে সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ সোনা উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫৫ কেজি সোনা চুরিতে রাজস্ব কর্মকর্তাসহ ৩ জনের আবারো রিমান্ডে

প্রকাশের সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম অফিসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিন জনের আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থানার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে আট আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও নিয়ামত হাওলাদারকে আবার সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপর পাঁচ আসামি কারাগারে আটক রাখার আবেদন করেন একই তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট বেগম শান্তা আক্তার তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আকরাম শেখ, মাসুম রানা, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম সিপাহী মো. আফজাল হোসেন, ও আফজাল হোসেন।

গত ১৩ সেপ্টেম্বর ৮ জনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট।

এর আগে, কাস্টমসের আটজনকে গ্রেফতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব সোনা উধাওয়ের বিষয়টি ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এই ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মূলত যে সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ সোনা উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।