Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে : দুদু

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে। প্রশাসন দখল করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী দখল করেছে। আইন আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে। প্রমাণ চান? এইসব জায়গায় গেলেই বুঝতে পারবেন। পুরা দেশটাই তারা দখল করে নিয়েছে। এই দেশকে দখলমুক্ত করতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত খালেদা জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এক সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এখানে যারা আছে প্রায় সবাই ছাত্রনেতা। তারা এরশাদের হাত থেকে এই দেশকে দখলমুক্ত করেছে। ভেবেছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আবার গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশটাকে দখল করেছে।

তিনি বলেন, এই দখলে কারা কারা ছিল। কোন কোন পত্রিকা ছিল। কোন কোন দেশ ছিল তা আপনারা জানেন। সে সব দেশ কিন্তু এখন আর এই দখলকারীদের পাশে নাই। এখন চারপাশে কথাবার্তা শোনা যাচ্ছে এই সরকার আর থাকতে পারবে না। নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। এই সরকারকে অনতিবিলম্বে বিদায় নিতে হবে। খুব বেশি হলেও অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনেকে ক্ষমতায় আসবে তা আপনারা জানেন। আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জানে তাই ভয় পাওয়ার কিছু নাই।

শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জিয়াউর রহমান ধানমণ্ডির ৩২ নম্বর বাসা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। ব্যাংকে টাকা ও সোনা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া আপনাকে আইনের আশ্রয় দিয়ে দেশে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আপনি তাকে (বেগম খালেদা জিয়া) বিপরীত দিকে নিয়ে গেছেন। এ জন্য আমি আপনাকে কিছু বলবো না। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে ৭১ সালে যে কনসেপ্ট ছিল, যে চিন্তা ভাবনা ছিল তা প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে যদি আপনাদের আইন আদালত বিচারের সম্মুখীন হতে হয় তাহলে হবেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচন এটা কোনো নির্বাচন হয়নি। তাই সামনের নির্বাচনে মানুষের কথা বলা বন্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন করেছে। কথা একটাই এ সরকারকে আমরা বিদায় করবো। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করবো। একটি ভাল নির্বাচন করবো।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছেন না। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য এই সরকারের বিদায় করতে হবে। আর এই সরকারের বিদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার,পেশাজীবী নেতা আবু হানিফ, মুক্তার আখন্দ প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে : দুদু

প্রকাশের সময় : ০৩:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে। প্রশাসন দখল করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী দখল করেছে। আইন আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে। প্রমাণ চান? এইসব জায়গায় গেলেই বুঝতে পারবেন। পুরা দেশটাই তারা দখল করে নিয়েছে। এই দেশকে দখলমুক্ত করতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত খালেদা জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এক সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এখানে যারা আছে প্রায় সবাই ছাত্রনেতা। তারা এরশাদের হাত থেকে এই দেশকে দখলমুক্ত করেছে। ভেবেছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আবার গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশটাকে দখল করেছে।

তিনি বলেন, এই দখলে কারা কারা ছিল। কোন কোন পত্রিকা ছিল। কোন কোন দেশ ছিল তা আপনারা জানেন। সে সব দেশ কিন্তু এখন আর এই দখলকারীদের পাশে নাই। এখন চারপাশে কথাবার্তা শোনা যাচ্ছে এই সরকার আর থাকতে পারবে না। নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। এই সরকারকে অনতিবিলম্বে বিদায় নিতে হবে। খুব বেশি হলেও অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনেকে ক্ষমতায় আসবে তা আপনারা জানেন। আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জানে তাই ভয় পাওয়ার কিছু নাই।

শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জিয়াউর রহমান ধানমণ্ডির ৩২ নম্বর বাসা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। ব্যাংকে টাকা ও সোনা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া আপনাকে আইনের আশ্রয় দিয়ে দেশে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আপনি তাকে (বেগম খালেদা জিয়া) বিপরীত দিকে নিয়ে গেছেন। এ জন্য আমি আপনাকে কিছু বলবো না। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে ৭১ সালে যে কনসেপ্ট ছিল, যে চিন্তা ভাবনা ছিল তা প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে যদি আপনাদের আইন আদালত বিচারের সম্মুখীন হতে হয় তাহলে হবেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচন এটা কোনো নির্বাচন হয়নি। তাই সামনের নির্বাচনে মানুষের কথা বলা বন্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন করেছে। কথা একটাই এ সরকারকে আমরা বিদায় করবো। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করবো। একটি ভাল নির্বাচন করবো।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছেন না। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য এই সরকারের বিদায় করতে হবে। আর এই সরকারের বিদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার,পেশাজীবী নেতা আবু হানিফ, মুক্তার আখন্দ প্রমুখ।