স্পোর্টস ডেস্ক :
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম। ফলে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে এই উইকেটকিপার ব্যাটারের সার্ভিস পাচ্ছে না দল।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের পর সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। দুদিন আগে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। মূলত নবাগত সন্তানের পাশে থাকতেই ছুটি বাড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রোহিত শর্মাদের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে মুশফিককে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
বিসিবির পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মুশফিকুর আমাদের জানিয়েছেন তার স্ত্রী এখনও সেরে ওঠেনি। তাই স্ত্রী এবং সদ্যজাত সন্তানের পাশে থাকতে চান মুশফিক। আমরা বিষয়টি বুঝতে পেরেছি এবং তাকে শেষ ম্যাচ না খেলার অনুমতি দিয়েছি।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দল থেকে ছুটি নিয়ে ছিলেন মুশফিক। শ্রীলঙ্কা ম্যাচের পর দেশে ফেরা মুশফিক ফের যোগ দিবেন বলেও কথা ছিল। আজ তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সুপার ফোরের বাকি বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ সেপ্টেম্বর।