Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

উড়ন্ত শুরুর পর ধপাস করে পড়ে যাবে ব্রাজিল, পেরুর বিপক্ষে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮৯ মিনিট পর্যন্ত এমন শঙ্কা ছিল। সেই শঙ্কার আক্ষেপ বাড়তে দেননি মার্কুইনহোস। শেষ সময়ে বল জড়িয়ে দিয়েছেন জালে, ব্রাজিলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

পেরুর মাটিতে হতাশার একটি ম্যাচ শেষ হতে যাচ্ছিল সেলেসাওদের। একের পর এক গোল করেও অফসাইডের খড়গে আক্ষেপে পুড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলকে আজ ভোরে বেগ পেতে হয়েছে বেশ। শেষ পর্যন্ত অবশ্য ১-০ গোলে জিতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ফের্নান্দো দিনিজের দল।

তবে ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়েরা জাল খুঁজে পাননি এমনটা নয়। প্রথমার্ধে দুবার পেরুর জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া ও রিচার্লিসন। কিন্তু দুবারই অফসাইডে বাতিল হয়। ১৭ মিনিটে করা রাফিনিয়ার গোল ভিএআরে না গেলেও রিচার্লিসনেরটা কম্পিউটারের সহায়তা বাতিল হয়। টটেনহাম তারকার করা গোলটি বাতিল করতে প্রায় ৫ মিনিটের বেশি সময় রেফারিকে কম্পিউটারে চোখ রাখতে হয়েছে। ইঞ্চিখানেক ব্যবধানের কারণে গোলটি অফসাইডে বাতিল করেন রেফারি।

২৯ মিনিটে আরও একবার লক্ষ্য ভেদ করে ব্রাজিল। রিচার্লিসনের সেই গোলটিও অফসাইডের খড়গে পড়ে। অফসাইড ভাগ্যের সঙ্গে প্রতিপক্ষের গোলরক্ষক পেদ্রো গ্যালাসেও ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ায়। নেইমার-রাফিনিয়াদের বেশ কটি নিশ্চিত গোল রুখে দেন গ্যালাসে।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে ৬৪ মিনিটে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল জেসুসকে নামান ব্রাজিল কোচ দিনিজ। তাতেও কাজের কাজ কিছু হয়নি। রাফিনিয়া ৭২ মিনিটে ২০ গজ দূর থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেছিলেন। কিন্তু গ্যালাসে এ যাত্রায়ও হতাশ করেন ব্রাজিলকে। বিরতির পর ম্যাচের ৮৩ মিনিট পর্যন্তও পেরুর বক্সের ভেতর থেকে মাত্র একটি শট নিতে পেরেছে ব্রাজিল। মূলত পেরু কোচ হুয়ান রেইমোসো ম্যাচে নেইমার যাতে কম সুযোগ পায়, সেজন্য দারুণ কৌশল দেখিয়েছেন। ৪-৪-২ ফর্মেশনে পেরু কোচ হুয়ান রেইমোসো ডিফেন্ডারদের দারুণভাবে ব্যবহার করেছেন। বক্সের সামনে থেকে পাসের কলকাঠি নাড়তে পারেননি নেইমার।

তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে কর্নার পেয়ে যায় ব্রাজিল। সেখানে কর্নার থেকে ইনসুইংয়ে দারুণভাবে বল ভেতরে ক্রস করেন নেইমার। যাতে মাথা ছুঁয়ে দিয়ে মার্কিনিয়োস সফল লক্ষ্যভেদ করেন। ১-০ গোলেই ব্রাজিলের জয় নির্ধারণ হয়। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকল ব্রাজিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়

প্রকাশের সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

উড়ন্ত শুরুর পর ধপাস করে পড়ে যাবে ব্রাজিল, পেরুর বিপক্ষে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮৯ মিনিট পর্যন্ত এমন শঙ্কা ছিল। সেই শঙ্কার আক্ষেপ বাড়তে দেননি মার্কুইনহোস। শেষ সময়ে বল জড়িয়ে দিয়েছেন জালে, ব্রাজিলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।

পেরুর মাটিতে হতাশার একটি ম্যাচ শেষ হতে যাচ্ছিল সেলেসাওদের। একের পর এক গোল করেও অফসাইডের খড়গে আক্ষেপে পুড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলকে আজ ভোরে বেগ পেতে হয়েছে বেশ। শেষ পর্যন্ত অবশ্য ১-০ গোলে জিতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ফের্নান্দো দিনিজের দল।

তবে ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়েরা জাল খুঁজে পাননি এমনটা নয়। প্রথমার্ধে দুবার পেরুর জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া ও রিচার্লিসন। কিন্তু দুবারই অফসাইডে বাতিল হয়। ১৭ মিনিটে করা রাফিনিয়ার গোল ভিএআরে না গেলেও রিচার্লিসনেরটা কম্পিউটারের সহায়তা বাতিল হয়। টটেনহাম তারকার করা গোলটি বাতিল করতে প্রায় ৫ মিনিটের বেশি সময় রেফারিকে কম্পিউটারে চোখ রাখতে হয়েছে। ইঞ্চিখানেক ব্যবধানের কারণে গোলটি অফসাইডে বাতিল করেন রেফারি।

২৯ মিনিটে আরও একবার লক্ষ্য ভেদ করে ব্রাজিল। রিচার্লিসনের সেই গোলটিও অফসাইডের খড়গে পড়ে। অফসাইড ভাগ্যের সঙ্গে প্রতিপক্ষের গোলরক্ষক পেদ্রো গ্যালাসেও ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ায়। নেইমার-রাফিনিয়াদের বেশ কটি নিশ্চিত গোল রুখে দেন গ্যালাসে।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে ৬৪ মিনিটে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল জেসুসকে নামান ব্রাজিল কোচ দিনিজ। তাতেও কাজের কাজ কিছু হয়নি। রাফিনিয়া ৭২ মিনিটে ২০ গজ দূর থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেছিলেন। কিন্তু গ্যালাসে এ যাত্রায়ও হতাশ করেন ব্রাজিলকে। বিরতির পর ম্যাচের ৮৩ মিনিট পর্যন্তও পেরুর বক্সের ভেতর থেকে মাত্র একটি শট নিতে পেরেছে ব্রাজিল। মূলত পেরু কোচ হুয়ান রেইমোসো ম্যাচে নেইমার যাতে কম সুযোগ পায়, সেজন্য দারুণ কৌশল দেখিয়েছেন। ৪-৪-২ ফর্মেশনে পেরু কোচ হুয়ান রেইমোসো ডিফেন্ডারদের দারুণভাবে ব্যবহার করেছেন। বক্সের সামনে থেকে পাসের কলকাঠি নাড়তে পারেননি নেইমার।

তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে কর্নার পেয়ে যায় ব্রাজিল। সেখানে কর্নার থেকে ইনসুইংয়ে দারুণভাবে বল ভেতরে ক্রস করেন নেইমার। যাতে মাথা ছুঁয়ে দিয়ে মার্কিনিয়োস সফল লক্ষ্যভেদ করেন। ১-০ গোলেই ব্রাজিলের জয় নির্ধারণ হয়। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকল ব্রাজিল।