Dhaka শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিনিয়ার অপহরণকারী লোপা রিমান্ড শেষে কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৮ জন দেখেছেন

লোপা তালুকদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণকারী প্রতারক লোপাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে আসামি লোপাকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এস আই মো. শাহজাহান মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : জিনিয়াকে কেন অপহরণ করেছিল লোপা তালুকদার?

গত ৮ সেপ্টেম্বর লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন আদালত জিনিয়াকে তার মা সেনুরা বেগমের জিম্মায় রাখার আদেশ দেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ।

এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি। পরে সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে।

জিনিয়ার মা সেনুরা বেগম গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

জিনিয়ার অপহরণকারী লোপা রিমান্ড শেষে কারাগারে

প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণকারী প্রতারক লোপাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে আসামি লোপাকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এস আই মো. শাহজাহান মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : জিনিয়াকে কেন অপহরণ করেছিল লোপা তালুকদার?

গত ৮ সেপ্টেম্বর লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন আদালত জিনিয়াকে তার মা সেনুরা বেগমের জিম্মায় রাখার আদেশ দেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ।

এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি। পরে সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে।

জিনিয়ার মা সেনুরা বেগম গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।