Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কমলা হ্যারিসের ‘হিপহপ ডান্সে’র ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘হিপহপ’ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাকে নিয়ে সমালোচনা করছেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার (১০ সেপ্টেম্বর) এক্স-এ (সাবেক টুইটার) কামালা হ্যারিসের ওই নাচের ভিডিও শেয়ার করেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

৫৮ বছর বয়সী কমলা হ্যারিস সম্প্রতি হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়।

২২ সেকেন্ডের ভিডিওটিতে, কামালা হ্যারিসকে ‘হিপ-হপ’ সুরের তালে নাচতে দেখা যায়। তবে, বিষয়টিকে ‘পুরোপুরি হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন নেটিজেনরা।

ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রূপ করছেন।

ভিডিওটি ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।

এক্স-এ মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী কামালাকে সম্বোধন করেছেন ‘বুড়ো আন্টি’ বলে। অন্য একজন মার্কিন ভাইস প্রেসিডেন্টের নাচকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন।

কমলার ওই নাচের ভিডিও সম্পর্কে মন্তব্য করে এক ব্যবহারকারী লিখেছেন তাকে বয়স্ক খালাদের মতো লাগছিল। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এটা বিব্রতকর। কিন্তু কেন আমরা অন্য কিছুর কথা বলছি না? এটা তো কোরিওগ্রাফ করা হয়েছে। তিনি আগে থেকেই জানতেন যে এটি পোস্ট করা হবে এবং এর চেয়ে ভালো কিছু তিনি পারতেন না।

আরও এক ব্যবহারকারী লিখেছেন, কী এক বিব্রতকর অবস্থা। এছাড়া অন্য একজনের মন্তব্য- আমি আমার খারাপ নাচের বিষয়ে বেশ সচেতন ছিলাম। এখন আমি আমার নাচের ব্যাপারে আত্মবিশ্বাসী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

কমলা হ্যারিসের ‘হিপহপ ডান্সে’র ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘হিপহপ’ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাকে নিয়ে সমালোচনা করছেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার (১০ সেপ্টেম্বর) এক্স-এ (সাবেক টুইটার) কামালা হ্যারিসের ওই নাচের ভিডিও শেয়ার করেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

৫৮ বছর বয়সী কমলা হ্যারিস সম্প্রতি হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়।

২২ সেকেন্ডের ভিডিওটিতে, কামালা হ্যারিসকে ‘হিপ-হপ’ সুরের তালে নাচতে দেখা যায়। তবে, বিষয়টিকে ‘পুরোপুরি হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন নেটিজেনরা।

ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রূপ করছেন।

ভিডিওটি ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।

এক্স-এ মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী কামালাকে সম্বোধন করেছেন ‘বুড়ো আন্টি’ বলে। অন্য একজন মার্কিন ভাইস প্রেসিডেন্টের নাচকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন।

কমলার ওই নাচের ভিডিও সম্পর্কে মন্তব্য করে এক ব্যবহারকারী লিখেছেন তাকে বয়স্ক খালাদের মতো লাগছিল। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এটা বিব্রতকর। কিন্তু কেন আমরা অন্য কিছুর কথা বলছি না? এটা তো কোরিওগ্রাফ করা হয়েছে। তিনি আগে থেকেই জানতেন যে এটি পোস্ট করা হবে এবং এর চেয়ে ভালো কিছু তিনি পারতেন না।

আরও এক ব্যবহারকারী লিখেছেন, কী এক বিব্রতকর অবস্থা। এছাড়া অন্য একজনের মন্তব্য- আমি আমার খারাপ নাচের বিষয়ে বেশ সচেতন ছিলাম। এখন আমি আমার নাচের ব্যাপারে আত্মবিশ্বাসী।