Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। জনগণকে ডেঙ্গু থেকে সচেতনতার পাশাপাশি এই সরকারকে হটানোর আন্দোলন জোরদার করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতারা বিএনপি কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত, লুটেরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে সর্বক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা একদিকে জনগণকে খেতে দিতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ খেতে পারছে না। অন্যদিকে মহামারী ব্যাধিতে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না কিন্তু সবখানে চুরি হয়।

মির্জা ফখরুল বলেন, ঢাকার দুই সিটিতে দুই মেয়র আছে। তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছে। এডিস মশা নিধনের নামে তারা বিদেশ থেকে যে ওষুধ আনে সেখানেও চুরি করে। এদের প্রধান লক্ষ্য একটাই চুরি করা। তাদের সব কাজের মূলে আছে চুরি।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে হঠানোর কর্মসূচিতে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য সরকারের পরিকল্পনার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের মানুষকে খেতে দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, ভোটের অধিকার দিতে পারে না। ভেঙে পড়া বিমানের জন্য দশটা এয়ারবাস কিনবে। কারণ বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। এয়ারবাসে কমিশন পাওয়া যায়। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত নির্বাচনের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন, উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : ফখরুল

প্রকাশের সময় : ০১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। জনগণকে ডেঙ্গু থেকে সচেতনতার পাশাপাশি এই সরকারকে হটানোর আন্দোলন জোরদার করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতারা বিএনপি কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত, লুটেরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে সর্বক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা একদিকে জনগণকে খেতে দিতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ খেতে পারছে না। অন্যদিকে মহামারী ব্যাধিতে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না কিন্তু সবখানে চুরি হয়।

মির্জা ফখরুল বলেন, ঢাকার দুই সিটিতে দুই মেয়র আছে। তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছে। এডিস মশা নিধনের নামে তারা বিদেশ থেকে যে ওষুধ আনে সেখানেও চুরি করে। এদের প্রধান লক্ষ্য একটাই চুরি করা। তাদের সব কাজের মূলে আছে চুরি।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে হঠানোর কর্মসূচিতে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য সরকারের পরিকল্পনার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের মানুষকে খেতে দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, ভোটের অধিকার দিতে পারে না। ভেঙে পড়া বিমানের জন্য দশটা এয়ারবাস কিনবে। কারণ বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। এয়ারবাসে কমিশন পাওয়া যায়। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত নির্বাচনের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন, উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।