নিজস্ব প্রতিবেদক :
দুই দিনের সফরে এসে সোমবার সকালে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় রাস্তার পাশের এক বিক্রেতা ম্যাক্রোঁকে সিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। পরে বৃষ্টির মধ্যেই আমিন বাজার এলাকায় তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকা বাইচও উপভোগ করেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন এএফপির সাংবাদিক লুডোভিক মেরিন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ। এ সময় বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।
নৌকা ভ্রমণের আগে স্থানীয় সাধারণ মানুষ, তার সঙ্গে থাকা বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সেলফি নেন মাখোঁ। নৌকার মাঝির সঙ্গেও তাকে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে নৌকা ভ্রমণ করে তুরাগ নদ ঘুরে দেখেন মাখোঁ। সেখানে নৌকাবাইচ উপভোগ করেন তিনি।
সূত্র জানায়, ফরাসি প্রেসিডেন্ট নৌভ্রমণের জন্য যে জাহাজটি ব্যবহার করেন সেটি ফ্রেন্ডশিপ এনজিওর।
তুরাগ তীরে দেখা গেল আরেকটি চমৎকার দৃশ্য। সেখানে রাস্তার পাশে শিঙাড়ার দোকানে এগিয়ে যান মাখোঁ। তখন বিক্রেতা তাকে শিঙাড়া, সমুচা ও জিলাপি খাওয়ার অনুরোধ করেন। বিক্রেতা একটি প্লেটে করে শিঙাড়া, সমুচা ও জিলাপি এগিয়ে দিলে মাখোঁ তা গ্রহণ করেন। পরে বিক্রেতার সঙ্গে করমর্দন করেন তিনি। তখন দুজনের মুখেই ছিল হাসি।
সফর শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এদিন দুপুর ২টা ৪৮ মিনেটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।