Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির মধ্যেই তুরাগে নৌকা ভ্রমণে ফরাসি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজধানীর কোলঘেঁষা তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন। তিনি যখন তার সঙ্গীদের নিয়ে তুরাগে নৌকাভ্রমণ করছিলেন তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টির মধ্যে ফরাসি অতিথিদের নৌকা থেকে ছবি তুলতে দেখা গেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগে নৌকা ভ্রমণে যান তিনি।

তার জন্য নির্ধারিত নৌকা তুরাগে চলতে শুরু করার পর আসে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই সঙ্গীদের নিয়ে তুরাগ ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। বর্ষার কারণে তুরাগে কিছুটা স্রোত লক্ষ্য করা গেছে।

আর এই ভরা নদে ম্যাক্রোঁর সৌজন্যে নৌকাবাইচের আয়োজন করা হয়। বাংলাদেশের আবহমান বাংলার এই ঐতিহাসিক খেলা তারা বেশ উপভোগ করেন।

নৌকাবাইচের পাশাপাশি তিনি তুরাগে জেলেদের জাল ফেলে মাছ ধরার দৃশ্যও অবলোকন করেন। বেশ কয়েকটি জেলে নৌকা তুরাগে জাল ফেলে মাছ ধরছিল।

এদিকে ম্যাক্রোঁর তুরাগ ভ্রমণকে কেন্দ্র করে বেশ নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ে। নদে স্পিড বোর্ট সহ নিরাপত্তা নৌকা টহল দিতে দেখা গেছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ। এ সময় বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।

সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে গতকাল রোববার রাতে ঢাকা সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতেই প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

বৃষ্টির মধ্যেই তুরাগে নৌকা ভ্রমণে ফরাসি প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০৩:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজধানীর কোলঘেঁষা তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন। তিনি যখন তার সঙ্গীদের নিয়ে তুরাগে নৌকাভ্রমণ করছিলেন তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টির মধ্যে ফরাসি অতিথিদের নৌকা থেকে ছবি তুলতে দেখা গেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগে নৌকা ভ্রমণে যান তিনি।

তার জন্য নির্ধারিত নৌকা তুরাগে চলতে শুরু করার পর আসে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই সঙ্গীদের নিয়ে তুরাগ ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। বর্ষার কারণে তুরাগে কিছুটা স্রোত লক্ষ্য করা গেছে।

আর এই ভরা নদে ম্যাক্রোঁর সৌজন্যে নৌকাবাইচের আয়োজন করা হয়। বাংলাদেশের আবহমান বাংলার এই ঐতিহাসিক খেলা তারা বেশ উপভোগ করেন।

নৌকাবাইচের পাশাপাশি তিনি তুরাগে জেলেদের জাল ফেলে মাছ ধরার দৃশ্যও অবলোকন করেন। বেশ কয়েকটি জেলে নৌকা তুরাগে জাল ফেলে মাছ ধরছিল।

এদিকে ম্যাক্রোঁর তুরাগ ভ্রমণকে কেন্দ্র করে বেশ নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ে। নদে স্পিড বোর্ট সহ নিরাপত্তা নৌকা টহল দিতে দেখা গেছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ। এ সময় বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।

সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে গতকাল রোববার রাতে ঢাকা সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতেই প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।