স্পোর্টস ডেস্ক :
বারবার বৃষ্টির হানা। মাঝে একটু কমলে মাঠ শুকিয়ে খেলা শুরু করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব ঠিকঠাক হতেই ফের নামে বৃষ্টি। শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডে’তে।
ঘন্টা দুয়েক টানা বৃষ্টির পর পরিষ্কার হয়েছিল কলম্বোর আকাশ। এরপর মাঠ কর্মীদের ব্যস্ততায় মাঠ খেলার উপযোগীও করা হয়েছিল। বাংলাদেশ সময় রাত ৯ টায় আবারও খেলা শুরুর সময় দেওয়া হয়েছিল। তবে এই নির্ধারিত সময়ের ঠিক ২ মিনিট আগেই আবারও হানা দেয় বৃষ্টি। তাই শেষ পর্যন্ত রিজার্ভ ডেতে ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা।
একই মাঠে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শুরু হবে সুপার ফোরের এই ম্যাচটি। ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান নিয়েই মাঠে নামবে ভারত। যদিও সোমবারও ম্যাচটির ফলাফল বের করা সম্ভব না হয় তাহলে সমান এক পয়েন্ট করে ভাগাভাগি করবে দুই দল।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬১ রান তুলেছিল রোহিত শর্মা-গিল জুটি। প্রথম দশ ওভারে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে একে একে বাউন্ডারি ছাড়া করেছেন ভারতীয় দুই ওপেনার। ইনিংসের প্রথম ওভারে শাহিন আফ্রিদি প্রথম ৫ বলে ডট দিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তবে শেষ বলে বিশাল এক ছয় হাঁকিয়ে ভারতীয় অধিনায়ক তাদের রানের খাতা খুলেন। এরপর থেকে পাকিস্তানের কোন বোলারই দাঁড়াতে পারেনি।
ওয়ানডেতে শীর্ষে দলটির সবচেয়ে বড় শক্তি পেস বোলিং। কিন্তু কলম্বোতে যেন আজ ফিকে হয়ে যাচ্ছে বাবর আজমদের বোলিং অ্যাটাক। শুভমন গিল পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কিছুটা অস্বস্তিতে সাজঘরে ফিরে গেলেও আজ নিজের জাত চিনিয়েছেন।
তবে ১৭তম ওভারে নিজের অর্ধশতক হাঁকিয়ে শাদাব খানের শিকার হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর পরের ওভারে আরেক ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে রোহিত ও গিল খেলেছেন ৫৬ ও ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। দলীয় ১২৩ রানে ২ উইকেট হারালেও দলের হাল ধরেছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ৮ রান নিয়ে উইকেটে ছিলেন বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ছিল ১৭ রান।
তবে ইনিংসের ২৪.১ ওভারে ২ উইকেটে ভারত ১৪৭ রান স্কোর বোর্ডে যোগ করার পর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।
এবারের এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব।
রিজার্ভ ডেতে খেলা গড়ানোয় ভারতের জন্য একটু অসুবিধা হলো। মঙ্গলবার তাদের আরেকটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।