Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপে সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। মাঠে নামার আগে দুঃসংবাদ শুনেছে বাবর আজমরা। গত মাসে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালেও তাদের টপকে আবার শীর্ষস্থান দখলে নিয়েছে অস্ট্রেলিয়া দল।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাকিস্তানকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে অজিরা।

রোববার (১০ সেপ্টেম্বর) ব্লুমফনটেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯২ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। জবাবে ২৬৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ এই জয়ের পর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পরের তিন স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৬), ইংল্যান্ড (৯৯) ও দক্ষিণ আফ্রিকা (৯২)।

বাংলাদেশ আছে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। সমান রেটিং পয়েন্ট শ্রীলঙ্কারও। কিন্তু পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এছাড়া নয় ও দশে অবস্থান আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৮)।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৯:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপে সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। মাঠে নামার আগে দুঃসংবাদ শুনেছে বাবর আজমরা। গত মাসে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালেও তাদের টপকে আবার শীর্ষস্থান দখলে নিয়েছে অস্ট্রেলিয়া দল।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাকিস্তানকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে অজিরা।

রোববার (১০ সেপ্টেম্বর) ব্লুমফনটেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯২ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। জবাবে ২৬৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ এই জয়ের পর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পরের তিন স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৬), ইংল্যান্ড (৯৯) ও দক্ষিণ আফ্রিকা (৯২)।

বাংলাদেশ আছে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। সমান রেটিং পয়েন্ট শ্রীলঙ্কারও। কিন্তু পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এছাড়া নয় ও দশে অবস্থান আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৮)।