আন্তর্জাতিক ডেস্ক :
পরনে কালো স্যুট, কালো টাই। তার সঙ্গে এক চোখে কালো ‘পট্টি’। এভাবেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। জার্মান সরকারের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জগিংয়ে গিয়ে মুখে আঘাত পেয়েছেন শলৎস। সে কারণে ডান চোখে বেঁধে রেখেছেন কালো পট্টি।
শলৎসের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন চোখে ওই পট্টি লাগিয়ে রাখতে হবে। গত সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিফেন জানিয়েছিলেন, কয়েক বছর ধরে নিয়মিত দৌড়ান শলৎস। ভালো ফর্মেও ছিলেন।
সপ্তাহের শুরুতে চোখে কালো পট্টি লাগিয়ে নিজের একটি ছবিও এক্সে (টুইটার) পোস্ট করেছিলেন শলৎস। লিখেছিলেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। যতটা না খারাপ হয়েছে, তার থেকে দেখতে বেশি খারাপ লাগছে।
এ ছাড়া তার এই ছবি দেখে যে ঠাট্টা, পরিহাস হতে পারে, তা-ও আগাম আঁচ করে নিয়েছেন শলৎস। তবে সে জন্য তিনি এতটুকু বিরক্ত নন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘মিম দেখার জন্য মুখিয়ে রয়েছি।’
শনিবার ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি২০ সম্মেলন। অংশগ্রহণকারী দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৯৯৯ সালে এশিয়ায় অর্থনৈতিক সংকটের পর বিশ্বের ২০টি দেশ নিয়ে এই গোষ্ঠী তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, পারস্পরিক সহযোগিতা। প্রথম দিকে সব দেশের অর্থমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দিতেন। ২০০৮ সালে পৃথিবীজুড়ে আর্থিক মন্দার পর রাষ্ট্রপ্রধানরা স্থির করেন, বছরে একবার করে সম্মেলনে বসবেন তারা। সেই থেকে বছরে একবার সম্মেলন।