নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী রাফাত, তুষার ও আহমেদসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। তারা বলছে, শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতারের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম গণমাধ্যমে প্রকাশ করেছে র্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।
ঘটনাটি ঘটার সময়কার একটি সিসিটিভি ফুটেজও গণমাধ্যমে পাঠিয়েছে র্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তারা সাতজনকে গ্রেপ্তার করেছেন।
তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।