Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারকে ধাক্কা, নম্বরপ্লেট রেখে পালিয়ে গেল গাড়ি

নিজস্ব প্রতিবেদক : 

গভীর রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি সেটিকে ধাক্কা দিয়ে নম্বর প্লেট রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি।

ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে যোগাযোগ করা হয় বনানী থানায়। তবে দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তামান্না জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় কোনো সংবাদ এখনো তারা পাননি।

গত শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। ২০২৪ সালের জুনে কাজ শেষ করার লক্ষ্য প্রকল্প সংশ্লিষ্টদের। তখন এর পুরো সুফল পাবে নগরবাসী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারকে ধাক্কা, নম্বরপ্লেট রেখে পালিয়ে গেল গাড়ি

প্রকাশের সময় : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গভীর রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি সেটিকে ধাক্কা দিয়ে নম্বর প্লেট রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিলেন। তবে এতে কেউ আহত হয়নি।

ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে যোগাযোগ করা হয় বনানী থানায়। তবে দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তামান্না জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় কোনো সংবাদ এখনো তারা পাননি।

গত শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। ২০২৪ সালের জুনে কাজ শেষ করার লক্ষ্য প্রকল্প সংশ্লিষ্টদের। তখন এর পুরো সুফল পাবে নগরবাসী।