Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার ঢাকা আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

চার দিনের সফরে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। সফরে তিনি কক্সবাজার ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।

ইউএনডিপি জানায়, বাংলাদেশ সফরকালে কান্নি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি শরণার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, শ্রীলংকান নাগরিক কান্নি জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

শনিবার ঢাকা আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

প্রকাশের সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চার দিনের সফরে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। সফরে তিনি কক্সবাজার ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।

ইউএনডিপি জানায়, বাংলাদেশ সফরকালে কান্নি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি শরণার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, শ্রীলংকান নাগরিক কান্নি জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।