Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় টার্মিনালে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এসময় বিমানবন্দরে খন্দকার মোশাররফকে পরিবারের সদস্য ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া করবেন।

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিস্কে রেডিও থেরাপি নেন।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

প্রকাশের সময় : ১২:৩০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় টার্মিনালে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এসময় বিমানবন্দরে খন্দকার মোশাররফকে পরিবারের সদস্য ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া করবেন।

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিস্কে রেডিও থেরাপি নেন।