নিজস্ব প্রতিবেদক :
বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ও সুধী সমাবেশকে কেন্দ্র করে আগারগাঁও এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শনিবার বিকেলে (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১ দশমিক ৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।
বিকাল পৌনে ৩টায় প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় উত্তর প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবে এবং সেখানে টোল প্লাজায় টোল পরিশোধ করবে।
বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর সেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পুরোনো বাণিজ্যমেলা মাঠে জড়ো হতে শুরু করেছেন। এ সময় একাধিক নেতাকে সম্মেলনস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’, ‘মেট্রোরেলের সরকার বার বার দরকার’, ‘আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা’ এসব স্লোগানে মুখরিত আগারগাঁও এলাকার চারপাশের পরিবেশ।
সমাবেশকে কেন্দ্র করে আগারগাঁওয়ের বিভিন্ন স্থাপনার দেওয়ালে ব্যানার, ফেস্টুনে নেতাদের সরব উপস্থিতিও চোখে পড়ছে। সমাবেশস্থলে নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়িয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠের আগে বসানো হয়েছে প্রবেশ পথ।
প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। আমন্ত্রণপত্র দেখিয়ে সমাবেশ মাঠে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
ঢাকার বাইরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ জেলার নেতাকর্মীদেরও মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী ৫০০ গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছান।
ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাপলা খন্দকার গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী একটার পর একটা চমক দিয়েই যাচ্ছেন। মানুষের কল্যাণে দিন রাত কাজ করে যাচ্ছেন। তাদের নেতা ঘুমায় লন্ডনে, কর্মীরা পল্টনে। কে কী বললো এটা শোনার সময় নাই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনের পর রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশে সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। তবে পথচারী, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ তিন চাকার যানবাহন উড়াল সড়কে উঠতে পারবে না। সড়ক দিয়ে বিমানবন্দর থেকে ফার্মগেটে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট, যা যানজটের কারণে এখন প্রায় ১ ঘণ্টার মতো লাগে।
উড়ালসড়ক ব্যবহার করতে দিতে হবে টোল। প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০ টাকা; বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ টাকা এবং ভারী ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে। এটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। এ কারণে টোলের টাকা থেকে নির্মাণ ব্যয় তোলা হবে।