বিনোদন ডেস্ক :
ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে মারা গেছেন। বুধবার (৩০ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। মেয়ে হারিয়ে ভেঙে পড়েছেন এই অভিনেতা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে ৭৯ বছর বয়সী দীপঙ্কর দে বলেন, বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেলো না। এর চেয়ে বেশি কথা আর বলতে পারছি না।
বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বৈশালী। এ কারণে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী।
বৈশালী পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। অনিল কুরিয়াকোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৈশালীর আরো একটি বোন রয়েছে। বৈশালীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর ২০২০ সালের শুরুতে অভিনেত্রী দোলন দে-কে বিয়ে করেন দীপঙ্কর। ৭৫ বছর বয়সে বিয়ে করে দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। শোকাতুর স্বামীকে সামাল দিচ্ছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী দোলন রায়। দীপঙ্কর দে প্রসঙ্গে দোলন জানিয়েছেন, এমতাবস্থায় যে কোনও বাবার পক্ষেই খুব কঠিন সময়। ও খুবই ভেঙে পড়েছে। আমি ওর পাশে রয়েছি। শুটিং থেকে ছুটি না পাওয়ায় কাজে বেরতে হয়েছে।