স্পোর্টস ডেস্ক :
চলতি বছরের মার্চে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকটের মালিক হয়েছিলেন সাকিব আল হাসান। তবে পাঁচ মাস পরে এককভাবে সেই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
এবার হয়তো রেকর্ডটা নিজের কাছে অনেক দিন রাখতে পারবেন টিম সাউদি। বুধবার (৩০ আগস্ট) সাকিব আল হাসানকে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন এই পেসার। সমান ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। এই সিরিজে এখনো টি-টোয়েন্টি ম্যাচ বাকি আছে ৩টি।
টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ড সর্বোচ্চ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে বেশ ইঁদুর-বিড়াল দৌড় হচ্ছিল। কিছুদিন সাউদি তো কিছুদিন সাকিব। এবার হয়তো মিউজিক্যাল চেয়ারের এই খেলা অনেক দিন বন্ধ থাকবে।
এই মুহূর্তে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপের পর প্রথম যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সেটি আগামী ডিসেম্বরে। প্রতিপক্ষ হিসেবে সাকিব আবার সাউদিকেই পাবেন। ফলে দুজনেরই তখন সুযোগ থাকবে উইকেটের সংখ্যা বাড়ানোর। গত মার্চে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। পরে দুজনে যৌথভাবে শীর্ষে ছিলেন।
বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।