নিজস্ব প্রতিবেদক :
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। ১৯৭৫ সালের সবশেষ করে ফেলার পরেও দেশের জনগণ আমাদের পাশে ছিল বলে আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক।
মঙ্গলবার (২৯ আগস্ট) আমতলী ঈদগাহ মাঠ, মহাখালী (জলখাবারের সামনে) ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ অসহায় মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগ এ আয়োজন করে।
তিনি বলেন, ২০০১ সালের পর শত অত্যাচার, নির্যাতন ও হত্যার রাজনীতি করেও ওরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের তাদের মতাদর্শ থেকে টলাতে পারেননি, নৌকার ভোটারদের টলাতে পারেনি। এই সংগঠনের ভিত্তি অনেক শক্ত। তাই শেখ হাসিনা একনাগাড়ে তিনবার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সভানেত্রী মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা রাখেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, নৌকায় ভোট দিলে জনগণের জীবনমানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে। একটু পেছনের দিকে তাকালে দেখবেন বিএনপির সময় কী অবস্থা ছিল। মানুষের আয় কত ছিল, রাস্তা-ঘাটের অবস্থা, শিক্ষার সুযোগ, চিকিৎসার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তার অবস্থা কী ছিল? আর এখন শেখ হাসিনার পরিকল্পনায় আপনাদের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ।
তিনি বলেন, শেখ হাসিনার পরিকল্পনা এখন আপনাদের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ। একটা বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আর এ নীলনকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা।
এ দেশের জনগণকে আমরা সবসময় সঙ্গে পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, এ দেশের জনগণ চরম বিপদের সময় আমাদের পাশে ছিল এবং সবসময় থাকে। জনগণ থাকে সেই সব রাজনৈতিক দলের সঙ্গে যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশকে গড়ার স্বপ্ন দেখায়। শেখ হাসিনা এই দেশকে গড়ার স্বপ্ন বুকে ধারণ করেন, তাই আওয়ামী লীগের সঙ্গে এ দেশের মানুষ আছে।
তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সর্বজনীন পেনশন প্ল্যান: সে স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হলো। কারো বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে এটিতে নিবন্ধন করতে পারবেন।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।