যশোর জেলা প্রতিনিধি :
যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে দীর্ঘ ৭ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হলো।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে খুলনা থেকে নাটোরগামী লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধারের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) মোল্লা মিজানুর রহমান জানান, নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধার করে। পরে যশোর স্টেশনে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা বেলা ১১টার দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের অদূরে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। মালবাহী ওই ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোর যাচ্ছিল।
এতে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল, ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের আটটি ট্রেন আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
যশোর রেলওয়ে জংশনের মাস্টার মো. আয়নাল হাসান বলেন, বগি লাইনচ্যুত হওয়া ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোরে যাচ্ছিল। ভোর পৌনে ৪টার দিকে সিঙ্গিয়া রেল স্টেশন থেকে একটু দূরে বানিয়ারগাতি ক্রসিংয়ে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, ভোরে রেল দুর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি ট্রেন উল্টে ডিজেল পড়ে গেছে।
তেল সংগ্রহ করা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেছেন, ডিজেল তেল পানিতে পড়ে গেছে। আমরা বালতি ড্রামে করে তুলে নিয়ে যাচ্ছি। কেউ বিক্রি করবে আবার কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করবে।
এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা।
স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।