Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন তামিম। অপেক্ষায় ছিলেন ব্যাটিং অনুশীলনের। দেড় মাস পর এবার মিরপুরে ব্যাট হাতে নামলেন সাবেক এই অধিনায়ক।

সকাল ১০টায় শুরু হয় জাতীয় দলের অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ক্যাম্পে থাকা প্রায় সব ক্রিকেটার। তবুও ক্যামেরার খোঁজ অন্য কিছুর। লম্বা সময় পর ব্যাটিংয়ে নামবেন তামিম ইকবাল, সবার নজর সেদিকেই।

রোববার (২০ আগস্ট) দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। শুরুতে মেডিকেল বিভাগে গিয়ে হয় সবকিছুর রিভিউ। এরপর জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার আড়াইটার দিকে ব্যাট-প্যাড পরে আসেন একাডেমি মাঠে। এখানে ১৫ মিনিটের মতো ব্যাটিং করেন তামিম। কোনো বোলার নয়, তামিম ব্যাট করেছেন থ্রোয়ারের বলে। যেটাকে ‘নকিং’-ই বলা চলে। তামিম যে নেটে ব্যাট করছিলেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস। কিছুদিন আগে থেকে কাজ শুরু করেছেন সাবেক ফিজিও জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত কিরন।

ব্যাটিংয়ের সময় স্বাচ্ছন্দ্যই দেখা গেছে তামিমকে। ব্যাটিং করেছেন একই থ্রোয়ারের বলে। প্রথম দিকে থ্রোয়ার ধীরগতিতে বল ছুড়লেও পরে গতি বাড়ান। তামিমও রক্ষণাত্মক থেকে আক্রমণাত্নক ভঙ্গিতে খেলেন। ফেরার পথে তামিম কথা বলেন কিরনের সঙ্গে। তাকে সঙ্গে নিয়েই যান মূল মাঠের দিকে।

পিঠের নিচের অংশের ব্যাথা মুক্তির জন্য গত জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে লাম্বার ফোর ও ফাইভে দুটি ইনজেকশন নিয়ে ব্যথা দমিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।

এই ইনজুরির কারণেই আসন্ন এশিয়া কাপটা খেলা হচ্ছে না সদ্য সাবেক ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবির মেডিকেল টিমের প্রত্যাশা, ঘরের মাঠ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তামিম। খেলবেন বিশ্বকাপ। মাঝখানে লন্ডনে গিয়ে ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে আসেন। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। রোববারই প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়েছেন তামিম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন তামিম

প্রকাশের সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন তামিম। অপেক্ষায় ছিলেন ব্যাটিং অনুশীলনের। দেড় মাস পর এবার মিরপুরে ব্যাট হাতে নামলেন সাবেক এই অধিনায়ক।

সকাল ১০টায় শুরু হয় জাতীয় দলের অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ক্যাম্পে থাকা প্রায় সব ক্রিকেটার। তবুও ক্যামেরার খোঁজ অন্য কিছুর। লম্বা সময় পর ব্যাটিংয়ে নামবেন তামিম ইকবাল, সবার নজর সেদিকেই।

রোববার (২০ আগস্ট) দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। শুরুতে মেডিকেল বিভাগে গিয়ে হয় সবকিছুর রিভিউ। এরপর জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার আড়াইটার দিকে ব্যাট-প্যাড পরে আসেন একাডেমি মাঠে। এখানে ১৫ মিনিটের মতো ব্যাটিং করেন তামিম। কোনো বোলার নয়, তামিম ব্যাট করেছেন থ্রোয়ারের বলে। যেটাকে ‘নকিং’-ই বলা চলে। তামিম যে নেটে ব্যাট করছিলেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস। কিছুদিন আগে থেকে কাজ শুরু করেছেন সাবেক ফিজিও জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত কিরন।

ব্যাটিংয়ের সময় স্বাচ্ছন্দ্যই দেখা গেছে তামিমকে। ব্যাটিং করেছেন একই থ্রোয়ারের বলে। প্রথম দিকে থ্রোয়ার ধীরগতিতে বল ছুড়লেও পরে গতি বাড়ান। তামিমও রক্ষণাত্মক থেকে আক্রমণাত্নক ভঙ্গিতে খেলেন। ফেরার পথে তামিম কথা বলেন কিরনের সঙ্গে। তাকে সঙ্গে নিয়েই যান মূল মাঠের দিকে।

পিঠের নিচের অংশের ব্যাথা মুক্তির জন্য গত জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে লাম্বার ফোর ও ফাইভে দুটি ইনজেকশন নিয়ে ব্যথা দমিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।

এই ইনজুরির কারণেই আসন্ন এশিয়া কাপটা খেলা হচ্ছে না সদ্য সাবেক ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবির মেডিকেল টিমের প্রত্যাশা, ঘরের মাঠ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তামিম। খেলবেন বিশ্বকাপ। মাঝখানে লন্ডনে গিয়ে ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে আসেন। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। রোববারই প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়েছেন তামিম।