নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ তার ১১ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রবিন বিএনপির কেন্দ্রীয় নেতা বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ছেলে। বাকি ১১ জনে নাম ডিবি এখনো নিশ্চিত করতে পারেনি।
রোববার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির নেতা রবিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। পুরাতন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হবে।
এর আগে, শনিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতাকর্মী আটকা ছিলেন বলেও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে সেটি তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।