Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওটিটি আমার সঙ্গে যায় না : পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বর্তমানে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চলছে। অনেকেই ঝুঁকছেন এই প্ল্যাটফর্মের দিকে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে।

পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না।

কেন করছেন না এ বিষয়ে তিনি বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।

কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব।

কী নিয়ে এখন ব্যস্ত আছেন- এমন প্রশ্নে পূর্ণিমা বলেন, আপাতত কিছু করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, যেদিন পছন্দমতো চরিত্র পাব সেদিন ফিরব। এখনো পছন্দ মতো কিছু পাইনি। সবকিছুতেই একটা না একটা অপছন্দের ব্যাপার থাকে। তবে উপস্থাপনার ডাক পাচ্ছি। দেখা যাক কী হয়।

উপস্থাপনায় কম দেখার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, উপস্থাপনার বেলায়ও বেছে কাজ নিচ্ছি। এর মূল কারণ সম্মানী। উপস্থাপনার জন্য একা কিংবা জুটি হিসেবে আমি আর ফেরদৌস (চিত্রনায়ক) প্রায়শই ডাক পাই। এটা নিয়ে আমাদের আনন্দ এবং আগ্রহ দুটোই থাকে; কিন্তু উপযুক্ত সম্মানী পাই না বলে সেটা আর করা হয় না।

নাটকে অভিনয়ের ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, এখন আসলে একটু বেছেই কাজ করতে চাই; যা সামনে এলো করে ফেললাম, এরকম কোনো ভাবনা নেই। তাই সব কিছু চিন্তা করেই নাটকে কাজ করার ইচ্ছা নেই।

মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেট্রো রেলের ১৪ স্টেশনে রিটেইল শপ ভাড়া দেবে ডিএমটিসিএল

ওটিটি আমার সঙ্গে যায় না : পূর্ণিমা

প্রকাশের সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

বর্তমানে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চলছে। অনেকেই ঝুঁকছেন এই প্ল্যাটফর্মের দিকে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে।

পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না।

কেন করছেন না এ বিষয়ে তিনি বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।

কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব।

কী নিয়ে এখন ব্যস্ত আছেন- এমন প্রশ্নে পূর্ণিমা বলেন, আপাতত কিছু করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, যেদিন পছন্দমতো চরিত্র পাব সেদিন ফিরব। এখনো পছন্দ মতো কিছু পাইনি। সবকিছুতেই একটা না একটা অপছন্দের ব্যাপার থাকে। তবে উপস্থাপনার ডাক পাচ্ছি। দেখা যাক কী হয়।

উপস্থাপনায় কম দেখার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, উপস্থাপনার বেলায়ও বেছে কাজ নিচ্ছি। এর মূল কারণ সম্মানী। উপস্থাপনার জন্য একা কিংবা জুটি হিসেবে আমি আর ফেরদৌস (চিত্রনায়ক) প্রায়শই ডাক পাই। এটা নিয়ে আমাদের আনন্দ এবং আগ্রহ দুটোই থাকে; কিন্তু উপযুক্ত সম্মানী পাই না বলে সেটা আর করা হয় না।

নাটকে অভিনয়ের ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, এখন আসলে একটু বেছেই কাজ করতে চাই; যা সামনে এলো করে ফেললাম, এরকম কোনো ভাবনা নেই। তাই সব কিছু চিন্তা করেই নাটকে কাজ করার ইচ্ছা নেই।

মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।