খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) সামনে ওষুধ ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এক ফার্মেসি মালিকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে বয়রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- খুমেক হাসপাতাল এলাকায় বিপ্লব ফার্মেসির মালিক এস এম মাহমুদর রহমান বিপ্লব (৩০) ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়জিদ (২০)।
এর আগে রাতে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে ফার্মেসি মালিক মাহমুদুর রহমান বিপ্লব ও মীর বায়েজিদ নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, ওষুধ ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে তিন দফা দাবিতে আজও বন্ধ রয়েছে মেডিকেল কলেজের সামনের ফার্মেসিগুলো। এ নিয়ে তিন দিন ধরে এসব ফার্মেসি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। চিকিৎসাসেবা পেলেও মঙ্গলবার থেকে ওষুধের দোকান বন্ধ থাকায় দূর-দুরান্ত থেকে ওষুধ কিনে রোগীদের খাওয়াতে হচ্ছে। এতে করে অতিরিক্ত অর্থ এবং ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান মৃধা জানান, এ ঘটনায় মেডিক্যাল কলেজের সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানায় ১৬ আগস্ট মামলা রেকর্ড করা হয়। মামলার এজাহারনামীয় মাহমুদর রহমান বিপ্লবকে বয়রা বাজার থেকে রাত ৩টা ২০ মিনিটে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে অপরজনকে বয়রা হাসানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের সামনের মার্কেটের ‘মেসার্স বিপ্লব মেডিসিন কর্নার’ নামের একটি ওষুধের দোকানে ব্যাচ কে-৩১-এর এক শিক্ষার্থী ওষুধ কিনতে যান। দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় তিনি প্রতিবাদ করেন। তখন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। এরপর অন্যান্য শিক্ষার্থী গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দোকানদাররা জড়ো হয়ে তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।