Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রাতে এয়ারপোর্টে যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় মো. মামুন (৩১) নামে এই অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, ৬ এবং ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগেই একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশে মামুনের পরিচয় হয়। কৌশলে প্রতারক মামুন তার গন্তব্য জেনে নেয়।

এরপর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত মামুন। আস্থা অর্জন করে যাত্রী অজিত সরকারকে জুস পান করান এবং ভুক্তভোগী জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন।

১৩ আগস্ট আরও এক প্রবাসীর অভিযোগ পায় এপিবিএন। ইয়াসিন আরাফাত নামের আরেক যাত্রী ৮ আগস্ট দোহা থেকে ঢাকা ফেরার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এসব অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট এপিবিএন। তদন্তে মামুনকে অভিযুক্ত অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। পর জাল বিছিয়ে অপেক্ষা করা হয় মামুনের জন্য।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ১৬ আগস্ট রাত ১০টায় অভিযুক্ত মামুনকে ফের যাত্রীবেশেই বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার করা হয়। আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করেন মামুন। এ সময় যাত্রীর মতো ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করেন তিনি।

আলোচিত দুই যাত্রী অজিত এবং ইয়াসিন আরাফাত দুইজনকেই সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলে স্বীকার করেছে। অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচর বাসিন্দা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

শাহজালালে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রাতে এয়ারপোর্টে যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় মো. মামুন (৩১) নামে এই অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, ৬ এবং ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগেই একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশে মামুনের পরিচয় হয়। কৌশলে প্রতারক মামুন তার গন্তব্য জেনে নেয়।

এরপর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত মামুন। আস্থা অর্জন করে যাত্রী অজিত সরকারকে জুস পান করান এবং ভুক্তভোগী জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন।

১৩ আগস্ট আরও এক প্রবাসীর অভিযোগ পায় এপিবিএন। ইয়াসিন আরাফাত নামের আরেক যাত্রী ৮ আগস্ট দোহা থেকে ঢাকা ফেরার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এসব অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট এপিবিএন। তদন্তে মামুনকে অভিযুক্ত অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। পর জাল বিছিয়ে অপেক্ষা করা হয় মামুনের জন্য।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ১৬ আগস্ট রাত ১০টায় অভিযুক্ত মামুনকে ফের যাত্রীবেশেই বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার করা হয়। আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবি করেন মামুন। এ সময় যাত্রীর মতো ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করেন তিনি।

আলোচিত দুই যাত্রী অজিত এবং ইয়াসিন আরাফাত দুইজনকেই সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলে স্বীকার করেছে। অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচর বাসিন্দা।