নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একটি বড় জাতীয় নিরাপত্তা তদন্তে তাদের অভিযুক্ত করা হয়েছে।
হাতে পাওয়া তথ্যের বরাতে বিবিসি বলছে, সন্দেহভাজন ৩ জনের নাম অরলিন রোউসেভ (৪৫), বিজের ঝামবাঝভ (৪১) ও ক্যাতরিন ইভানোভা (৩১)। দীর্ঘ সময় ধরে তারা যুক্তরাজ্যে আছেন। সে সময় তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাজ্যে রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
খবরে বলা হয়েছে, তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়। এরপর থেকে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
গ্রেফতার হওয়া ৩ জনের বিরুদ্ধে ‘অনৈতিক উদ্দেশ্যে’ নিজেদের কাছে পরিচয়সংক্রান্ত নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, ভুয়া জেনেও নথিগুলো সঙ্গে রেখেছিলেন তারা। ওই নথিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, সেøাভেনিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট এবং পরিচয়পত্রসহ অন্য কাগজপত্র।
তবে এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি। গ্রেফতারকৃত তিন বছর অনেক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরিতে কাজ এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন।
জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিন আসামির বিচার হওয়ার কথা। তারা এখনো অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি। সূত্র : বিবিসি।