Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরের ফ্লাডলাইটে আগুন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের আবহে অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। আগুন লেগে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে। মূলত শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। পরে স্টেডিয়ামে ডাকা হয় ফায়ার সার্ভিসও। আগুনের স্থায়ীত্ব ছিল দুই মিনিট।

এই ব্যাপারে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। তবে ফ্লাডলাইটের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) আর বৃষ্টি এসে হানা দেয়নি জাতীয় দলের প্র্যাকটিসে। এদিন শেরে বাংলায় টাইগারদের অনুশীলনে বাঁধা হয়ে দাড়িয়েছে ‘আগুন।’ ফ্লাডলাইটের বাল্বে আগুন লাগায় প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামার পর ম্যাচের আবহাওয়ায় শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম।

মেঘলা আবহাওয়া থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন। জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের সবকটা টাওয়ারের সব আলো নিভিয়ে সে আগুন নেভানোর উদ্যোগ নেয়া হয়। তা সফলও হয়।

এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। সমস্যা সমাধান করতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।

অন্যসব টাওয়ারের সবকটা আলো নিভিয়ে ফেলার পর আর আগুন জ্বলেনি। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ক্রিকেটারদের প্র্যাকটিস বন্ধ থাকবে। ১৬ আগস্ট আবার অনুশীলন মাঠে গড়াবে।

মিরপুরে রোববার (১৩ আগস্ট) থেকে শুরু হয় রুদ্ধদ্বার অনুশীলন। বৃষ্টির কারণে অবশ্য রোববার (১৩ আগস্ট) অনুশীলন হয়নি। তবে আজ থেকে তা হয় পুরোদমে। আগুন লাগার ঠিক আগে মেঘলা আকাশে ফ্লাডলাইটে আলোয় ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ঘটনার পর ড্রেসিং রুমের দিকে সরে আসেন ক্রিকেটাররা।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। তার আগে ২৫ আগস্ট পর্যন্ত মিরপুরে চলবে অনুশীলন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত রুদ্ধদ্বার অনুশীলন কাভার করতে পারবেন না কোনো সাংবাদিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিরপুরের ফ্লাডলাইটে আগুন

প্রকাশের সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের আবহে অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। আগুন লেগে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে। মূলত শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। পরে স্টেডিয়ামে ডাকা হয় ফায়ার সার্ভিসও। আগুনের স্থায়ীত্ব ছিল দুই মিনিট।

এই ব্যাপারে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। তবে ফ্লাডলাইটের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) আর বৃষ্টি এসে হানা দেয়নি জাতীয় দলের প্র্যাকটিসে। এদিন শেরে বাংলায় টাইগারদের অনুশীলনে বাঁধা হয়ে দাড়িয়েছে ‘আগুন।’ ফ্লাডলাইটের বাল্বে আগুন লাগায় প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামার পর ম্যাচের আবহাওয়ায় শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম।

মেঘলা আবহাওয়া থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন। জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের সবকটা টাওয়ারের সব আলো নিভিয়ে সে আগুন নেভানোর উদ্যোগ নেয়া হয়। তা সফলও হয়।

এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। সমস্যা সমাধান করতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।

অন্যসব টাওয়ারের সবকটা আলো নিভিয়ে ফেলার পর আর আগুন জ্বলেনি। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ক্রিকেটারদের প্র্যাকটিস বন্ধ থাকবে। ১৬ আগস্ট আবার অনুশীলন মাঠে গড়াবে।

মিরপুরে রোববার (১৩ আগস্ট) থেকে শুরু হয় রুদ্ধদ্বার অনুশীলন। বৃষ্টির কারণে অবশ্য রোববার (১৩ আগস্ট) অনুশীলন হয়নি। তবে আজ থেকে তা হয় পুরোদমে। আগুন লাগার ঠিক আগে মেঘলা আকাশে ফ্লাডলাইটে আলোয় ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ঘটনার পর ড্রেসিং রুমের দিকে সরে আসেন ক্রিকেটাররা।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। তার আগে ২৫ আগস্ট পর্যন্ত মিরপুরে চলবে অনুশীলন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত রুদ্ধদ্বার অনুশীলন কাভার করতে পারবেন না কোনো সাংবাদিক।