মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।
শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলী গ্রামে ওই আস্তানা ঘিরে রাখা হয়। সেখান থেকে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। এ সময় ৩ কেজি বিস্ফোরক, হাই এক্সক্লুসিভ ৫০টি ডেটোনেটর, ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। সিটিটিসি ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে এরা জমি কিনে পাহাড়ি টিলায় কয়েকটি ঘর তৈরি করে বসবাস করছিলো। নদী ভাঙনে বাড়ি বিলিন হওয়ায় এই এলাকায় জমি কিনতে এসেছিলেন বলে জানিয়েছিলো। তাদের সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ১৩ জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।