আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনীয় ড্রোন হামলার বৃদ্ধির পর রাশিয়ার দুটি বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) মস্কোর ভনুকোভো ও কালুগা বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন স্থগিত করা হয়েছিল। রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানবন্দরের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে ভানুকোভোতে বিমানের অবতরণ এবং টেক-অফের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিরাপত্তার কারণে কিছু ফ্লাইটকে মস্কো এভিয়েশন হাবের অন্যান্য বিমানবন্দরে পুনঃনির্দেশিত করা হয়।
কালুগা বিমানবন্দরেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিমানবন্দরটি মস্কো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরে দুটি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফ্লাইট ওঠানামা করছে। পরে মস্কোর মেয়র রাশিয়ার রাজধানীতে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার বিষয় নিশ্চিত করেছেন। যদি ভূপাতিত ড্রোনের ঘটনা এবং দুটি বিমানবন্দর বন্ধের মধ্যে কোনও যোগসূত্র নিশ্চিত করা হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও এর আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। এসব হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে।
বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়া বৃহস্পতিবার ১৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যেগুলো মস্কো ও ক্রিমিয়ার বৃহত্তম শহরে হামলা চালাতে চেয়েছিল। সূত্র: রয়টার্স।