Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তন আনলো আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে গুঞ্জন ছিল সূচি বদল করতে চায় আয়োজক ভারত এবং আইসিসি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপের মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩টি ম্যাচ।

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত সূচি। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর।

নতুন প্রকাশিত সূচি অনুযায়ী বিশ্বকাপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই তিন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর।

নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটির সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের পরিবর্তিত সূচির কারণে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নপদের সঙ্গে আফগানদের ম্যাচটি হবার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু এখন এ দুই দেশের লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর।

ভারত-পাকিস্তান ছাড়াও ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচেরও দিন বদলেছে। আগে ১১ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। এক দিন পিছিয়ে সেই ম্যাচ হবে ১২ নভেম্বর। বেঙ্গালুরুতে হবে সেই খেলা।

এদিকে কালীপূজার কারণে নিরাপত্তায় সমস্যা হতে পারে ভেবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সূচি বদলের অনুরোধ করেছিল বেঙ্গল ক্রিকেট এশোসিয়েশন। সেই অনুরোধ মেনে নিয়ে ম্যাচের দিন এগিয়ে এনেছে আইসিসি। অর্থাৎ, ১২ তারিখের বদলে ১১ নভেম্বর ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে।

বিশ্বকাপ শুরুর সময়টা ঠিকই থাকছে। ৫ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৮ নভেম্বর আহমেদবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তন আনলো আইসিসি

প্রকাশের সময় : ০৬:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে গুঞ্জন ছিল সূচি বদল করতে চায় আয়োজক ভারত এবং আইসিসি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপের মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩টি ম্যাচ।

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত সূচি। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর।

নতুন প্রকাশিত সূচি অনুযায়ী বিশ্বকাপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই তিন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর।

নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটির সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের পরিবর্তিত সূচির কারণে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নপদের সঙ্গে আফগানদের ম্যাচটি হবার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু এখন এ দুই দেশের লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর।

ভারত-পাকিস্তান ছাড়াও ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচেরও দিন বদলেছে। আগে ১১ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। এক দিন পিছিয়ে সেই ম্যাচ হবে ১২ নভেম্বর। বেঙ্গালুরুতে হবে সেই খেলা।

এদিকে কালীপূজার কারণে নিরাপত্তায় সমস্যা হতে পারে ভেবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের সূচি বদলের অনুরোধ করেছিল বেঙ্গল ক্রিকেট এশোসিয়েশন। সেই অনুরোধ মেনে নিয়ে ম্যাচের দিন এগিয়ে এনেছে আইসিসি। অর্থাৎ, ১২ তারিখের বদলে ১১ নভেম্বর ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে।

বিশ্বকাপ শুরুর সময়টা ঠিকই থাকছে। ৫ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৮ নভেম্বর আহমেদবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।