কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বেচ্ছাসেবক লীগের নেতা সঞ্জয়ের ছোট ভাই সম্পদ কুমারের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম।
গত ২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয় কুমার প্রামাণিক দলীয় মিটিং শেষে কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে শহরের গোডাউন মোড় এলাকায় হামলার শিকার হন। ওই হামলার ঘটনায় বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার নামে সঞ্জয়ের আরও দুই সহকর্মী আহত হন।
আহতেরা অভিযোগ করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়।
হামলার ঘটনার পরপরই ভেড়ামারা থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে। হামলার পরদিন সঞ্জয়ের স্ত্রী বিথী রাণী দে বাদী হয়ে ভেড়ামারা থানায় মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নামে মামলা করেন।
হামলায় সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ওই মামলায় শোভনসহ পাঁচজন বর্তমানে কারাগারে আছেন। বাকি আসামিরা জামিনে আছেন।