Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের ব্যর্থতার দিনে গল টাইটান্সের হার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

ব্যাট-বল হাতে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। আগের দিন বল হাতে ৩০ রান খরচ করে কোনো উইকেট পাননি। আজও বল হাতে নেই কোনো সাফল্য। ৩ ওভারে রান খরচ করেছেন ৩১। এরপর ব্যাট হাতেও বিবর্ণ সাকিব। ১২ বলে ১ চারে করেছেন কেবল ১১ রান।

তার বাজে দিনে এলপিএলে আরেকটি খারাপ দিন কাটলো গল টাইটান্সের। বি-লাভ ক্যান্ডি মঙ্গলবার (৮ আগস্ট) পাল্লাকেল্লেতে তাদেরকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। মূলত ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছেই হেরেছে গল। প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হাসারাঙ্গা। পরে ১৭ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ে পাঠায় গল। কিন্তু সিদ্ধান্তটা কাজে লাগেনি। ব্যাট করতে নেমে বি-লাভ ক্যান্ডির ওপেনার মোহাম্মদ হারিস ১৭ রান করে আউট হন। তবে আরেক ওপেনার ফখর জামান ৪৫ রানের ইনিংস সাজান ৩ চার ২ ছক্কায়। তিন নম্বরে নেমে দীনেশ চান্দিমাল করেছেন ১৭ বলে ২৫। অ্যাঞ্জেলা ম্যাথুসের ব্যাটে ২৩ বলে ৪০ রান।

তবে শেষদিকে ঝড় তোলেন হাসারাঙ্গা। ৭ চার ২ ছক্কায় ১৮ বলে ফিফটি তুলে আউট হয়েছেন ২৭ বলে ৬৪ রান করে। সব মিলিয়ে হাঁকিয়েছেন ৯ চার ২ ছক্কা। স্ট্রাইক রেট ২৩৭.০৪! গল টাইটান্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লাহিরু সামারাকুন। একটি করে শিকার কাসুন রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাব্রাইজ শামসির।

লক্ষ্য তাড়ায় নেমে মুজিব উর রহমান ও হাসারাঙ্গার স্পিন তোপে দাঁড়াতেই পারেনি গল টাইটান্সের ব্যাটাররা। হাসারাঙ্গাকে স্লগ সুইপ খেলতে গিয়ে ডি স্কয়ারে ফখর জামানের হাতে ধরা পড়েন সাকিব। ১২ বলে ১ চারে ১১ রানেই থামতে হয় টাইগার অলরাউন্ডারকে। তার বিদায়ে ৬ উইকেটে ৪৭ রানে পরিণত হয় গল।

সেখান থেকে আশান প্রিয়াঞ্জন ও লাহিরু সামারাকুন ৬২ রানের জুটিতে মান বাঁচানোর চেষ্টা করেন। ২৫ বলে ৩৬ রান করা লাহিরু সামারাকুনকে বোল্ড করে জুটি ভাঙেন নুয়ান প্রদীপ। ২ রানের ব্যবধানে একই ওভারে ফেরান ২৩ বলে ২৫ রান করা আশান প্রিয়াঞ্জনকেও।

এরপর তাব্রাইজ শামসি (০) ও রিচার্ড এনগারাভাকে (০) একই ওভারে ফিরিয়ে ১১৪ রানেই গলকে আটকে দেন হাসারাঙ্গা। সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার পথে ৩.৪ ওভারে তার খরচ মাত্র ১৭ রান। ২১ রানে ৩ উইকেট নুয়ান প্রদীপের, ২৬ রানে ২ উইকেট নেন মুজিব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাকিবের ব্যর্থতার দিনে গল টাইটান্সের হার

প্রকাশের সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক  : 

ব্যাট-বল হাতে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। আগের দিন বল হাতে ৩০ রান খরচ করে কোনো উইকেট পাননি। আজও বল হাতে নেই কোনো সাফল্য। ৩ ওভারে রান খরচ করেছেন ৩১। এরপর ব্যাট হাতেও বিবর্ণ সাকিব। ১২ বলে ১ চারে করেছেন কেবল ১১ রান।

তার বাজে দিনে এলপিএলে আরেকটি খারাপ দিন কাটলো গল টাইটান্সের। বি-লাভ ক্যান্ডি মঙ্গলবার (৮ আগস্ট) পাল্লাকেল্লেতে তাদেরকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। মূলত ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছেই হেরেছে গল। প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হাসারাঙ্গা। পরে ১৭ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ে পাঠায় গল। কিন্তু সিদ্ধান্তটা কাজে লাগেনি। ব্যাট করতে নেমে বি-লাভ ক্যান্ডির ওপেনার মোহাম্মদ হারিস ১৭ রান করে আউট হন। তবে আরেক ওপেনার ফখর জামান ৪৫ রানের ইনিংস সাজান ৩ চার ২ ছক্কায়। তিন নম্বরে নেমে দীনেশ চান্দিমাল করেছেন ১৭ বলে ২৫। অ্যাঞ্জেলা ম্যাথুসের ব্যাটে ২৩ বলে ৪০ রান।

তবে শেষদিকে ঝড় তোলেন হাসারাঙ্গা। ৭ চার ২ ছক্কায় ১৮ বলে ফিফটি তুলে আউট হয়েছেন ২৭ বলে ৬৪ রান করে। সব মিলিয়ে হাঁকিয়েছেন ৯ চার ২ ছক্কা। স্ট্রাইক রেট ২৩৭.০৪! গল টাইটান্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লাহিরু সামারাকুন। একটি করে শিকার কাসুন রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাব্রাইজ শামসির।

লক্ষ্য তাড়ায় নেমে মুজিব উর রহমান ও হাসারাঙ্গার স্পিন তোপে দাঁড়াতেই পারেনি গল টাইটান্সের ব্যাটাররা। হাসারাঙ্গাকে স্লগ সুইপ খেলতে গিয়ে ডি স্কয়ারে ফখর জামানের হাতে ধরা পড়েন সাকিব। ১২ বলে ১ চারে ১১ রানেই থামতে হয় টাইগার অলরাউন্ডারকে। তার বিদায়ে ৬ উইকেটে ৪৭ রানে পরিণত হয় গল।

সেখান থেকে আশান প্রিয়াঞ্জন ও লাহিরু সামারাকুন ৬২ রানের জুটিতে মান বাঁচানোর চেষ্টা করেন। ২৫ বলে ৩৬ রান করা লাহিরু সামারাকুনকে বোল্ড করে জুটি ভাঙেন নুয়ান প্রদীপ। ২ রানের ব্যবধানে একই ওভারে ফেরান ২৩ বলে ২৫ রান করা আশান প্রিয়াঞ্জনকেও।

এরপর তাব্রাইজ শামসি (০) ও রিচার্ড এনগারাভাকে (০) একই ওভারে ফিরিয়ে ১১৪ রানেই গলকে আটকে দেন হাসারাঙ্গা। সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার পথে ৩.৪ ওভারে তার খরচ মাত্র ১৭ রান। ২১ রানে ৩ উইকেট নুয়ান প্রদীপের, ২৬ রানে ২ উইকেট নেন মুজিব।