Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঝড়ের হানায় ২৬০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : 

শক্তিশালী ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকার সরকারি কার্যালয়গুলো সোমবার (৭ আগস্ট) বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে শক্তিশালী বজ্র-ঝড়। যার ফলে ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

এদিকে ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেজ জানিয়েছে, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে মেরিল্যান্ড ও ভার্জিনয়া এলাকার শত শত গাছ উপড়ে গেছে এবং কমপক্ষে ২ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে ঘুর্ণিঝড় এসব তাণ্ডব চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস ভোর ৪টা পর্যন্ত উপকূলীয় বন্যা সতকর্তা জারি করেছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আলবামা থেকে পশ্চিম নিউইয়র্ক পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ মানুষ ঘুর্ণিঝড়ের ঝুঁকিতে ছিল। তবে রাত ৯টা পর্যন্ত কেউ হতাহত হয়নি। বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা ও বাল্টিমোর বিমানবন্দরের ফ্লাইটগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ফ্লাইটঅয়্যার নামের ট্র্যাকিং সাইট বলেছে, ইতিমধ্যে ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ১০২টি ওয়াশিংটন রিগান জাতীয় বিমানবন্দরে ও ৩৫টি ওয়াশিংটন ডুলসে রয়েছে। এ ছাড়া ৭ হাজার ৭০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

রয়টার্স বলেছে, খারাপ আবহাওয়ার কারণে ওয়াশিংটনের লাইব্রেরি, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, পুল, অন্যান্য পৌর ও ফেডারেল পরিষেবাগুলো বিকেল ৩টার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ ও মধ্য আটলান্টিক রাজ্যে অন্তত দু জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ বছর বয়সী একজন কিশোরও রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

যুক্তরাষ্ট্রে ঝড়ের হানায় ২৬০০ ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

শক্তিশালী ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকার সরকারি কার্যালয়গুলো সোমবার (৭ আগস্ট) বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে শক্তিশালী বজ্র-ঝড়। যার ফলে ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

এদিকে ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেজ জানিয়েছে, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে মেরিল্যান্ড ও ভার্জিনয়া এলাকার শত শত গাছ উপড়ে গেছে এবং কমপক্ষে ২ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে ঘুর্ণিঝড় এসব তাণ্ডব চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস ভোর ৪টা পর্যন্ত উপকূলীয় বন্যা সতকর্তা জারি করেছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আলবামা থেকে পশ্চিম নিউইয়র্ক পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ মানুষ ঘুর্ণিঝড়ের ঝুঁকিতে ছিল। তবে রাত ৯টা পর্যন্ত কেউ হতাহত হয়নি। বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা ও বাল্টিমোর বিমানবন্দরের ফ্লাইটগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ফ্লাইটঅয়্যার নামের ট্র্যাকিং সাইট বলেছে, ইতিমধ্যে ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ১০২টি ওয়াশিংটন রিগান জাতীয় বিমানবন্দরে ও ৩৫টি ওয়াশিংটন ডুলসে রয়েছে। এ ছাড়া ৭ হাজার ৭০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

রয়টার্স বলেছে, খারাপ আবহাওয়ার কারণে ওয়াশিংটনের লাইব্রেরি, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, পুল, অন্যান্য পৌর ও ফেডারেল পরিষেবাগুলো বিকেল ৩টার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ ও মধ্য আটলান্টিক রাজ্যে অন্তত দু জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ বছর বয়সী একজন কিশোরও রয়েছে।