স্পোর্টস ডেস্ক :
ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রতিপক্ষের মাঠে প্রথম ম্যাচ। সেই ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাঈন কিংবদন্তি লিওনেল মেসি। মায়ামির জার্সি গায়ে ইতোমধ্যেই ৩ ম্যাচ খেলেই ৫ গোল করে ফেলা মেসি এই প্রথমবার গিয়েছিলেন প্রতিপক্ষের মাঠে। এফসি ডালাসের বিপক্ষে লিগ কাপের সেই ম্যাচে মেসির খেলা দেখতে ১০ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিলো সব টিকিট। ভক্তদের এই উন্মাদনা বৃথা যায়নি।
পুরো ম্যাচজুড়ে মেসি ম্যাজিকে বুঁদ হয়ে থেকেছেন তারা। ডালাসের কাছে হারতে বসা ম্যাচে মেসির জাদুতেই সমতায় ফেরে মায়ামি, পরে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে ডেভিড বেকহ্যামের দল।
সোমবার (৭ আগস্ট) প্রতিপক্ষের মাঠে প্রথমবার খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় মেসি। এই নিয়ে মায়ামির জার্সিতে তিন ম্যাচে শুরুর একাদশে থেকে তিন ম্যাচেই ১০ মিনিটের মধ্যেই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।
ডালাসের মাঠে ম্যাচের ৬ মিনিটেই জর্ডি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। মায়ামির জার্সিতে এদিনই প্রথম একসঙ্গে মাঠে নেমেছিলেন সাবেক তিন বার্সেলোনা সতীর্থ মেসি-বুসকেটস-আলবা। ম্যাচের শুরুতেই মেসি -আলবার সেই পুরোনো রসায়নেই ডালাসের বিপক্ষে লিড নেয় মায়ামি।
শুরুতেই গোল হজম করে নিজেদের খেলার ধরণই পালটে ফেলে প্রতিপক্ষ এফসি ডালাস। পাঁচজন ডিফেন্ডার নিয়ে পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে মনোযোগ দেয় তারা। তাতে সফলতাও এসেছে হাতে নাতে। ৩৭ মিনিটে ফাকুন্দো কুইগনন আর ৪৫ মিনিটে বেনার্ড কামুঙ্গোর গোলে ২-১ এর লিড পায় ডালাস।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বিপদ আরও বাড়ে মায়ামির। ৬৩ মিনিটে ডালাসের হয়ে আরেকটি গোল করে ৩-১ গোলে দলকে এগিয়ে নেন অ্যালান ভেলাসকো।
৬৫ মিনিটেই অবশ্য আলবার অ্যাসিস্টে মায়ামির হয়ে ব্যবধান কমিয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। তবে তার মিনিট তিনেক পরেই আবারও বাড়ে বিপদ। কাউন্টার অ্যাটাক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মায়ামির ফরোয়ার্ড রবার্ট টেইলর। ৪-২ গোলে পিছিয়ে পড়ার পর অনেকেরই মনে হয়েছিলো লিগ কাপ থেকে বাদই পড়তে যাচ্ছে মায়ামি।
তবে তখনও মাঠে ছিলেন একজন মেসি, তাই তো হাল ছাড়েনি মায়ামি। হাতের আর্মব্যান্ডটা যেন আরেকটু শক্ত করেই আবার শুরু করলেন নতুন করে। আর মেসি যখন তার জাদু দেখানো শুরু করে তখন প্রতিপক্ষের তা অবাক হয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকে না।
ম্যাচের শেষভাগে এসে মেসির দুই ফ্রি কিক থেকে দুই গোল। অবশ্য একটি ছিলো আত্মঘাতী। ম্যাচের ৮০ মিনিটে মেসির ফ্রিকিকে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডালাস লেফটব্যাক মার্কো ফারফামিনিটে। আর ঠিক পাঁচ মিনিট পর দুর্দান্ত এক ফ্রি কিকে নিজেই ৮ ডালাসের জালে বল জড়িয়ে মায়ামিকে সমতায় ফেরান মেসি।
লিগ কাপের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট বাদ দিয়েই পেনাল্টিতে নামে দুই দল। তাতে সফল ছিলেন প্রত্যেকেই। কেবল নিজেদের ২য় শটে গোল মিস করেন ডালাসের প্যাক্সটন পমিক্যাল। আর সেটাই ছিল দুই দলের ব্যবধান। টাইব্রেকে ৫-৩ গোলের এই জয় ইন্টার মায়ামিকে নিয়ে গিয়েছে লিগ কাপের শেষ আটে। মায়ামির হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাঠে নেমেই ৭ গোল করে দলকে টানা চতুর্থ জয় এনে দিয়েছেন মেসি।