রাজশাহী জেলা প্রতিনিধি :
বিনা টিকিটে রেলভ্রমণের ১০ বছর পর সে টাকা পরিশোধ করলেন আবু রায়হান নামের এক যুবক। বিনা টিকিটে রেল ভ্রমণে জনগণকে ঠকানো হচ্ছে এমন ভাবনা থেকেই টিকিটের এই মূল্য পরিশোধ করলেন তিনি।
রোববার (৬ আগস্ট) সকালে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে নওগাঁর মান্দা উপজেলার আবু রায়হান আমার অফিসে আসেন। তিনি ২০১১-২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন। হিসাব করে দেখা গেল টিকিটের মূল্য ছিল ৮৯০ টাকা। তিনি সেই টাকা সরকারি খাতে জমা দিয়েছেন। পেপার টিকিটের মাধ্যমে টাকা গ্রহণ করা হয়। তিনি আজ এই টাকা সরকারি খাতে জমা দিয়ে দায় মুক্ত হয়েছেন।
ওই যুবকের ধারণা এই টিকিট না কেটে তিনি শুধু নিজেকেই ফাঁকি দেননি, জনগণকেও ঠকিয়েছেন। সেই চেতনা থেকেই তিনি আজকে এই টাকা জমা দেওয়ার জন্য আমার কাছে চলে এসেছেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পরে তিনি জানালেন বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। তিনি খুবই হালকা বোধ করছেন।
তার এই আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তা।