Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতে ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা রিচার্ড নেফিউ

নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্যই ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। রোববার (০৬ আগস্ট) দিনগত রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক। সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন নেফিউ। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।

বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি রোধে কাজ করেন নেফিউ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

রাতে ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা রিচার্ড নেফিউ

প্রকাশের সময় : ১২:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্যই ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। রোববার (০৬ আগস্ট) দিনগত রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক। সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন নেফিউ। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।

বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি রোধে কাজ করেন নেফিউ।