Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জাপান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ ফুটবলে ছেলেদের চেয়ে জাপানের মেয়েরা অনেক বেশি ধারাবাহিক। যদিও ছেলেরা সর্বশেষ কাতার বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে যাত্রা শুরু করেছিল। তবে মেয়েরা যে ২০১১ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন। গত নারী বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। তবে এবার সেই চৌকাঠ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে জাপান। শেষ আটে উঠার লড়াইয়ে নরওয়েকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ২০১১’র চ্যাম্পিয়নরা।

শনিবার (৫ আগস্ট) ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়েজিয়ান ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন।

অবশ্য তাদের সেই উৎসব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২০ মিনিটে গোল শোধ করেন নরওয়ের গুরো রেইটেন। এর মাধ্যমে বিশ্বকাপের প্রথম রাউন্ডে জাপান কোনো গোল হজম না করার ডেডলক ভাঙে। বিপরীতে প্রতিপক্ষের জালে তারা দিয়েছিল ১১ গোল। পরবর্তীতে ১-১ সমতা নিয়েই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে এগিয়ে নেন রিসা শিমিজু। বিরতির পর ফিরে ১০ মিনিট যেতে নাদেশিকো লিড নেয়। সতীর্থকে রিসা দুর্বল পাস দিয়ে বক্সের মধ্যে বল কেড়ে নেন শিমিজু। তার শট এনগেনের গালে লেগে লক্ষ্যে পৌঁছায়।

এর পর থেকে নিজেদের জাল অক্ষত রাখার দিকে মনোযোগ দেওয়া শুরু করে জাপান। নরওয়ে শেষ ১৫ মিনিটে গোলের জন্য মরিয়া ছিল। কারিনা সায়েভিক ৭৬তম মিনিটে গোলমুখের সামনে থেকেও জাল খুঁজে পাননি।

উল্টো দিকে গোল শোধে বারবারই নরওয়ের বেশির ভাগ খেলোয়াড় আক্রমণে উঠতে শুরু করেন। আর এমনই এক আক্রমণের পাল্টায় ৮১ মিনিটে নরওয়ে রক্ষণে ঢুকে দারুণ ফিনিশিংয়ে জাপানকে তৃতীয় গোল এনে দেন হিনাটা মিওয়াজা। আওবা ফুজিনোর থ্রু বলে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান মিয়াজাওয়া। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানের মেয়েরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নরওয়েকে হারিয়ে পুরোনো এক হারের প্রতিশোধও নিয়েছে জাপান। এশিয়ান দলটি ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল। সেদিন নরওয়ের হয়ে প্রথম গোল করা রিসি আজ ছিলেন দলটির ডাগআউটে।

কোয়ার্টারে এখনও প্রতিপক্ষ পায়নি এশিয়ান দেশটি। রোববার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্র-সুইডেন ম্যাচের জয়ী দলের সঙ্গে তারা সেমিফািইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। আজ শেষ ষোলোর অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মেয়েদের ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় স্পেন। শেষ আটে তারা আগামীকালের নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীদের বিপক্ষে খেলবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জাপান

প্রকাশের সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ ফুটবলে ছেলেদের চেয়ে জাপানের মেয়েরা অনেক বেশি ধারাবাহিক। যদিও ছেলেরা সর্বশেষ কাতার বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে যাত্রা শুরু করেছিল। তবে মেয়েরা যে ২০১১ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন। গত নারী বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। তবে এবার সেই চৌকাঠ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে জাপান। শেষ আটে উঠার লড়াইয়ে নরওয়েকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ২০১১’র চ্যাম্পিয়নরা।

শনিবার (৫ আগস্ট) ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়েজিয়ান ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন।

অবশ্য তাদের সেই উৎসব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২০ মিনিটে গোল শোধ করেন নরওয়ের গুরো রেইটেন। এর মাধ্যমে বিশ্বকাপের প্রথম রাউন্ডে জাপান কোনো গোল হজম না করার ডেডলক ভাঙে। বিপরীতে প্রতিপক্ষের জালে তারা দিয়েছিল ১১ গোল। পরবর্তীতে ১-১ সমতা নিয়েই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে এগিয়ে নেন রিসা শিমিজু। বিরতির পর ফিরে ১০ মিনিট যেতে নাদেশিকো লিড নেয়। সতীর্থকে রিসা দুর্বল পাস দিয়ে বক্সের মধ্যে বল কেড়ে নেন শিমিজু। তার শট এনগেনের গালে লেগে লক্ষ্যে পৌঁছায়।

এর পর থেকে নিজেদের জাল অক্ষত রাখার দিকে মনোযোগ দেওয়া শুরু করে জাপান। নরওয়ে শেষ ১৫ মিনিটে গোলের জন্য মরিয়া ছিল। কারিনা সায়েভিক ৭৬তম মিনিটে গোলমুখের সামনে থেকেও জাল খুঁজে পাননি।

উল্টো দিকে গোল শোধে বারবারই নরওয়ের বেশির ভাগ খেলোয়াড় আক্রমণে উঠতে শুরু করেন। আর এমনই এক আক্রমণের পাল্টায় ৮১ মিনিটে নরওয়ে রক্ষণে ঢুকে দারুণ ফিনিশিংয়ে জাপানকে তৃতীয় গোল এনে দেন হিনাটা মিওয়াজা। আওবা ফুজিনোর থ্রু বলে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান মিয়াজাওয়া। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানের মেয়েরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নরওয়েকে হারিয়ে পুরোনো এক হারের প্রতিশোধও নিয়েছে জাপান। এশিয়ান দলটি ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল। সেদিন নরওয়ের হয়ে প্রথম গোল করা রিসি আজ ছিলেন দলটির ডাগআউটে।

কোয়ার্টারে এখনও প্রতিপক্ষ পায়নি এশিয়ান দেশটি। রোববার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্র-সুইডেন ম্যাচের জয়ী দলের সঙ্গে তারা সেমিফািইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। আজ শেষ ষোলোর অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মেয়েদের ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় স্পেন। শেষ আটে তারা আগামীকালের নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীদের বিপক্ষে খেলবে।