স্পোর্টস ডেস্ক :
গত সপ্তাহে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসর যোগ দেন সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে। এই তারকার অভিষেক ম্যাচে গুরুত্বপূর্ণ এক গোল করে আল নাসরকে আরব চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করলেন এক কীর্তিও।
বৃহস্পতিবার (৩ আগস্ট) মিশরের ক্লাব জামালিকার বিপক্ষে পিছিয়ে থেকেও রোনালদোর শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করেছে আল নাসর। আরব চ্যাম্পিয়ন কাপের ‘সি’ গ্রুপ থেকে আল শাবাবের পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রোনালদো-মানেরা।
জামালিকার সঙ্গে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামে আল নাসর। এ ম্যাচেই অভিষেক হয়েছে সদ্য যোগ দেওয়া সাদিও মানের। তবে তারকায় ঠাসা দল নিয়েও মিশরের দলটিকে হারাতে পারেনি সৌদি জায়ান্টরা। হারের শঙ্কায় থাকা নাসর রোনালদোর গোলে ড্র করেছে জামালিকার সঙ্গে। সেই সঙ্গে সাদিও মানের অভিষেকটাও রাঙালেন পর্তুগিজ তারকা।
ম্যাচের প্রথমার্ধে দুদলই গোলের সুযোগ তৈরি করে কয়েকবার। তবে কেউই জালের দেখা পাননি। প্রথমার্ধ গোলশূন্যতে বিরতি যায় রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সে বিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে বসে আল নাসর। স্পটকিক থেকে ৫৪ মিনিটে গোল করেন জামালিকার ফুটবলার জিজো। গোলের সঙ্গে সঙ্গে হারের শঙ্কা জাগে নাসর শিবিরে। তার গোলে জয়ের স্বপ্ন বুনতে শুরু করে মিশরের ক্লাবটি। এমনকি ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে। তবে শেষ মুহূর্তে জামালিকার সব স্বপ্ন ভেঙে দেন সিআরসেভেন। ৮৭ মিনিটে গোল করে নাসরকে সমতায় ফেরান রোনালদো। ফলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। এরই সঙ্গে গ্রুপ রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আল নাসর।
তাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্টে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে গ্রুপপর্ব শেষ করে আল নাসর। ৭ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষ দল আল শাবাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আল নাসর ফরোয়ার্ড রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘উঠে গেছি। দল দারুণ খেলেছে।’ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে পরশু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ রাজা কাসাব্লাঙ্কা।
এ বছরের শুরুতেই আল নাসরে খেলা শুরু করেন রোনালদো। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। পর্তুগিজ এই ফরোয়ার্ড অ্যাসিস্ট করেছেন ২ গোলে।
আগামী ৬ আগস্ট কোয়ার্টার ফাইনালে মরক্কোর ক্লাব রাজা ক্লাসাব্লাঙ্কার মুখোমুখি হবে আল নাসর। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন সৌদির ক্লাব আল শাবাব কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াহদার।
এদিকে এ ম্যাচে হেড থেকে গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন রোনালদো। গতকালকের গোলটি ছিল পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের ৮৪০ তম এবং আল নাসেরের জার্সিতে ১৬ তম। এদিকে ক্যারিয়ারের অধিকাংশ গোলই সিআরসেভেন করেছেন তাঁর ডান পায়ে। তবে কালকের হেডে করা গোল নিয়ে ডান পা ছাড়া এখন তাঁর গোলের সংখ্যা ৩০০।