স্পোর্টস ডেস্ক :
মেয়েদের বিশ্বকাপে আর্জেন্টিনার অভিজ্ঞতা একেবারেই ভালো হলো না। বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিলেও জয়টা অধরাই থেকে গেছে আকাশী-সাদা জার্সিধারীদের। এবারও ভাগ্যবদল হয়নি লা আলবিসেলেস্তেদের। পরের ধাপে যাওয়ার ক্ষীণ সুযোগ তৈরি করতেও জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু সত্যিকার অর্থে সুইডেনের রক্ষণ কিংবা গোলকিপার জেনিফার ফাল্ককে তটস্থ করতে পারেনি তারা।
বুধবার (২ আগস্ট) বাঁচা-মরার শেষ ম্যাচেও শক্তিশালী সুইডেনের কাছে ২-০ গোলে হেরে গিয়েছে আলবিসেলেস্তে নারীরা। ফলে এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল তাদের।
ম্যাচের শুরুটায় অবশ্য কিছুটা দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের দুই মিনিটেই মারিয়ানা লারিকেটের ডান পায়ের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এরপর ১৫ মিনিটেও একটি সুযোগ নষ্ট হয় আলবিসেলেস্তেদের।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা আর্জেন্টিনার বিপক্ষে আজকের ম্যাচে সুইডেন প্রথম আক্রমণে যায় ম্যাচের ১৯ মিনিটে। অলিভিয়া শফের নেয়া ডান পায়ের শট অবশ্য খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর প্রথমার্ধ্ব শেষ হবার আগ পর্যন্ত দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে লড়াই করে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। ফলে গোল শূণ্য ডড় নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
এরপর দ্বিতীয়ার্ধ্বের মাঠে নেমেই আবার জয়ের নেশায় মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে দুই দলই। তবে প্রথম সাফল্যের দেখা পায় সুইডেন। ম্যাচের ৬৬ মিনিটে সুইডেনের রেবেকা ব্লম্ভিস্টের দারুণ এক হেডে আর্জেন্টিনার জালে বল পাঠায় তারা।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনা। কিন্তু উল্টো ম্যাচের শেষ মুহূর্তে ৯০তম মিনিটে পেনাল্টি থেকে আরো এক গোল হজম করে আলবিসেলেস্তেরা। ফলে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে হয় লাতিন আমেরিকার দেশটিকে।
এ নিয়ে চার বিশ্বকাপ আসরে খেলেও প্রথম জয়ের দেখা পেলো না আর্জেন্টিনা। মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলায় থেকে টুর্নামেন্ট শেষ করলো তারা।এবার ইতালির কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ড্র করে আর্জেন্টাইনরা।
প্রথম দুটি ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করে সুইডেন। গ্রুপ চ্যাম্পিয়নরা পরের ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। মেলবোর্নে রবিবার হবে অলিম্পিক কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। ২০২১ সালের ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ইউরোপিয়ানরা।