নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘিতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার চলছে। রোববার (৩০ জুলাই) সকাল থেকে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের প্রবেশ মুখে কালভার্টের সামনে থেকে কাজ শুরু হয়। চলতি সপ্তাহের মধ্যেই জামে মসজিদ পর্যন্ত ১২০০ মিটার সড়কের কাজ শেষ হবে। সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালের দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান তাহের উদ্দিন সরদার তিনি নিজ গ্রাম কায়েতপাড়ায় ওই সড়কে ইট সলিং করেন। এরপর দীর্ঘ ২৮ বছরে অনেক জনপ্রতিনিধি পরিবর্তন হলেও সড়কটি পাকা হয়নি। এতে সড়কের ১২০০ মিটারের বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়ায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলতো দূরের কথা মানুষও ঠিকমতো হাঁটতে পারেন না।
সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি। এ অচলাবস্থা নিরসনে গ্রামের লোকজন এগিয়ে আসেন। আলোচনা করে দেখেন, গ্রামের প্রবেশ মুখে কালভার্ট থেকে জামে মসজিদ পর্যন্ত সংস্কার করতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হবে। সিদ্ধান্ত হয় তারা স্বেচ্ছাশ্রম ও নিজেরা সাধ্যমতো ৩০ হাজার টাকা জমা করবেন। অল্প কয়েকদিনের মধ্যে টাকার সংস্থান হয়ে যায়।
ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, সড়কটি সংস্কারে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এতে দেরি হওয়ায় তারা নিজ অর্থায়নে সড়কটি সংস্কার শুরু করেছেন। আগামী ২-৩ দিনের মধ্যে কাজটি শেষ হবে। এতে ওই সড়কে যানবাহন ও মানুষ চলাচল স্বাভাবিক হবে। স্বেচ্ছাশ্রমে এ সড়ক সংস্কার কাজটি অন্য এলাকার জন্য অনুপ্রেরণা জোগাবে। এ ছাড়া এটি উদাহরণ হয়ে থাকবে।