Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর আল-নাসরে যোগ দিলেন মানে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এমন কিছু যে হতে পারে, সেটি জানা গিয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। জুলাইয়ের মাঝামাঝিতে ওঠা সেই গুঞ্জন সত্যি হলো আগস্টের প্রথম দিনেই। মঙ্গলবার (১ আগস্ট) রাতে নিশ্চিত হয়েছে রোনালদো-মানে জুটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালিজ ফরোয়ার্ড।

লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে গত বছর বুন্দেসলিগা ক্লাব বায়ার্নে গিয়েছিলেন সাদিও মানে। কিন্তু বাভারিয়ান ক্লাবটিতে আলো কাড়তে পারেননি দুবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। চোটে পড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন। এরপর মাঠে ফিরে জড়িয়েছিলেন আরেক ঝামেলায়। এপ্রিলে সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন, গোনেন জরিমানাও। পুরো মৌসুমে ৩৮ ম্যাচ খেলে মানে গোল করেছেন মাত্র ১২টি।

Image

বায়ার্ন ও আল নাসর, দুই ক্লাবই মানের দলবদলের খবর নিশ্চিত করলেও ঠিক কী পরিমাণ অর্থের বিনিময় হয়েছে, সেটি জানায়নি। তবে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ৩ কোটি ইউরোর (প্রায় ৩৫৭ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ৩ বছরের জন্য মানেকে দলে টেনেছে সৌদি ক্লাবটি। রোনালদোদের ক্লাবে বছরে ৪ কোটি ইউরো (প্রায় ৪৭৬ কোটি টাকা) বেতন পাবেন মানে। এর বাইরে ফলভিত্তিক বোনাস হিসেবে আরও ১ কোটি ইউরো (প্রায় ১১৯ কোটি টাকা) যোগ হতে পারে তাঁর ব্যাংক হিসাবে।

Image

মঙ্গলবার (১ আগস্ট) আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন, সৌদি আরবে যেতে তড় সইছে না তাঁর, আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।

৩ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী মানে। কিন্তু বিদায় নিতে হলো দুই বছর আগেই। বায়ার্ন থেকে যে হাসিমুখে বিদায় নিতে পারলেন না, সেটিও পোড়াচ্ছে মানেকে। স্কাই জার্মানিকে কাল রাতেই মানে বলেন, বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। অন্যরকম এক বিদায় আশা করছিলাম। এই সেশনে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। সে যাই হোক ভবিষ্যতের জন্য ক্লাব ও সমর্থকদের প্রতি শুভকামনা রইল।

২ বছরের মেয়াদ বাকি থাকলেও ক্লাব ছাড়তে বাধ্য হলেন মানে। নতুন ঠিকানা হিসেবে আল নাসরে যেতে পারেন সেই গুঞ্জনও গত কিছুদিন ধরে হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। সেখানে সতীর্থ হিসেবে পাবেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী রোনালদোকে। পর্তুগিজ তারকার সঙ্গে জুটি বেঁধে সাবেক ক্লাব লিভারপুলের মতো আল নাসরকে সম্ভাব্য সবকিছুই জেতাতে সহায়তা করবেন মানে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোনালদোর আল-নাসরে যোগ দিলেন মানে

প্রকাশের সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এমন কিছু যে হতে পারে, সেটি জানা গিয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। জুলাইয়ের মাঝামাঝিতে ওঠা সেই গুঞ্জন সত্যি হলো আগস্টের প্রথম দিনেই। মঙ্গলবার (১ আগস্ট) রাতে নিশ্চিত হয়েছে রোনালদো-মানে জুটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালিজ ফরোয়ার্ড।

লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে গত বছর বুন্দেসলিগা ক্লাব বায়ার্নে গিয়েছিলেন সাদিও মানে। কিন্তু বাভারিয়ান ক্লাবটিতে আলো কাড়তে পারেননি দুবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। চোটে পড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন। এরপর মাঠে ফিরে জড়িয়েছিলেন আরেক ঝামেলায়। এপ্রিলে সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন, গোনেন জরিমানাও। পুরো মৌসুমে ৩৮ ম্যাচ খেলে মানে গোল করেছেন মাত্র ১২টি।

Image

বায়ার্ন ও আল নাসর, দুই ক্লাবই মানের দলবদলের খবর নিশ্চিত করলেও ঠিক কী পরিমাণ অর্থের বিনিময় হয়েছে, সেটি জানায়নি। তবে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ৩ কোটি ইউরোর (প্রায় ৩৫৭ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ৩ বছরের জন্য মানেকে দলে টেনেছে সৌদি ক্লাবটি। রোনালদোদের ক্লাবে বছরে ৪ কোটি ইউরো (প্রায় ৪৭৬ কোটি টাকা) বেতন পাবেন মানে। এর বাইরে ফলভিত্তিক বোনাস হিসেবে আরও ১ কোটি ইউরো (প্রায় ১১৯ কোটি টাকা) যোগ হতে পারে তাঁর ব্যাংক হিসাবে।

Image

মঙ্গলবার (১ আগস্ট) আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন, সৌদি আরবে যেতে তড় সইছে না তাঁর, আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।

৩ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী মানে। কিন্তু বিদায় নিতে হলো দুই বছর আগেই। বায়ার্ন থেকে যে হাসিমুখে বিদায় নিতে পারলেন না, সেটিও পোড়াচ্ছে মানেকে। স্কাই জার্মানিকে কাল রাতেই মানে বলেন, বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। অন্যরকম এক বিদায় আশা করছিলাম। এই সেশনে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। সে যাই হোক ভবিষ্যতের জন্য ক্লাব ও সমর্থকদের প্রতি শুভকামনা রইল।

২ বছরের মেয়াদ বাকি থাকলেও ক্লাব ছাড়তে বাধ্য হলেন মানে। নতুন ঠিকানা হিসেবে আল নাসরে যেতে পারেন সেই গুঞ্জনও গত কিছুদিন ধরে হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। সেখানে সতীর্থ হিসেবে পাবেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী রোনালদোকে। পর্তুগিজ তারকার সঙ্গে জুটি বেঁধে সাবেক ক্লাব লিভারপুলের মতো আল নাসরকে সম্ভাব্য সবকিছুই জেতাতে সহায়তা করবেন মানে।