Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এবার দুঃসংবাদ এলো জাতীয় দলের পেসার হাসান মাহমুদকে নিয়ে। ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

গত পাঁচ-ছয়দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পড়শু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। রোববার (৩১ জুলাই) রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে এই পেসারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্বস্তির খবর, এখন জ্বরের মাত্রা কিছুটা কম হাসানের। তবে শারীরিক দুর্বলতা আছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন এই পেসার। আপাতত তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তার আগে রোববার (৩০ জুলাই) থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। অসুস্থতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।

ওই সূত্র জানায়, ২৯ জুলাই হাসানের ডেঙ্গু ধরা পড়েছে। এখন সে ভালো আছে। কোন ধরনের জটিলতা নেই। প্লাটিলেটও কমেনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শঙ্কার কোন কারণ নেই। দ্রুতই মাঠে ফিরবে।

সামনেই এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন হাসান মাহমুদ। সে কারণেই এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অন্যতম ভরসা তিনি।

এরই মধ্যে মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। গত দুই দিন হয়েছে মেডিক্যাল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ফিটনেস ট্রেনিং চলবে ৭ আগস্ট পর্যন্ত। এর পরদিন ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

প্রকাশের সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এবার দুঃসংবাদ এলো জাতীয় দলের পেসার হাসান মাহমুদকে নিয়ে। ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

গত পাঁচ-ছয়দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পড়শু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। রোববার (৩১ জুলাই) রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে এই পেসারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্বস্তির খবর, এখন জ্বরের মাত্রা কিছুটা কম হাসানের। তবে শারীরিক দুর্বলতা আছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন এই পেসার। আপাতত তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তার আগে রোববার (৩০ জুলাই) থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। অসুস্থতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।

ওই সূত্র জানায়, ২৯ জুলাই হাসানের ডেঙ্গু ধরা পড়েছে। এখন সে ভালো আছে। কোন ধরনের জটিলতা নেই। প্লাটিলেটও কমেনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শঙ্কার কোন কারণ নেই। দ্রুতই মাঠে ফিরবে।

সামনেই এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন হাসান মাহমুদ। সে কারণেই এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অন্যতম ভরসা তিনি।

এরই মধ্যে মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। গত দুই দিন হয়েছে মেডিক্যাল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ফিটনেস ট্রেনিং চলবে ৭ আগস্ট পর্যন্ত। এর পরদিন ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল অনুশীলন।