Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেটা বিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন টেটা বিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে ডিএসবি পুলিশ সদস্য মাহবুবসহ একাধিকজন আহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

টেটাবিদ্ধ মো.জমির আলীকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ঝগড়ার বিবাদের জের ধরে উপজেলার বালুচর এলাকার শহিদ বাউল আমানুল ইসলাম গ্যাঙের সঙ্গে রাসেল মেম্বার গ্যাঙের টেঁটাযুুদ্ধ শুরু হয়। এ টেঁটাযুদ্ধে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে।

স্থানীয়রা বলেন, রোববার (৩০ জুলাই) স্থানীয় একটি বিদ্যালয়ে এই দুই গ্রুপের দুই ছেলের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। সেই বিবাদের জের ধরে গতকাল বিকালে দুই পক্ষের অভিবাবকদের সঙ্গে হাতাহাতি হয়। সেই বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা হতে বালুচর ইউনিয়নের বিভিন্নস্থানে দফায় দফায় দু-গ্রুপের সংর্ঘষ হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিঢার সেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। জড়িত দুই পক্ষেরই মোবাইল বন্ধ পাওয়া যায় ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেটা বিদ্ধসহ আহত ১০

প্রকাশের সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন টেটা বিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে ডিএসবি পুলিশ সদস্য মাহবুবসহ একাধিকজন আহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

টেটাবিদ্ধ মো.জমির আলীকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ঝগড়ার বিবাদের জের ধরে উপজেলার বালুচর এলাকার শহিদ বাউল আমানুল ইসলাম গ্যাঙের সঙ্গে রাসেল মেম্বার গ্যাঙের টেঁটাযুুদ্ধ শুরু হয়। এ টেঁটাযুদ্ধে এলাকার শত শত মানুষ অংশ নিয়েছে।

স্থানীয়রা বলেন, রোববার (৩০ জুলাই) স্থানীয় একটি বিদ্যালয়ে এই দুই গ্রুপের দুই ছেলের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। সেই বিবাদের জের ধরে গতকাল বিকালে দুই পক্ষের অভিবাবকদের সঙ্গে হাতাহাতি হয়। সেই বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা হতে বালুচর ইউনিয়নের বিভিন্নস্থানে দফায় দফায় দু-গ্রুপের সংর্ঘষ হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, বালুচর ইউনিয়নে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিঢার সেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। জড়িত দুই পক্ষেরই মোবাইল বন্ধ পাওয়া যায় ।