Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এলোমেলো চুলে শাকিব, বেঞ্চে শুয়ে জয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শাকিব খান, পুত্র জয় ও অপু বিশ্বাস এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এরমধ্যে তাদের একসঙ্গে চলাফেরার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে ভক্তদের সুবাদে। সেসব নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

তবে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সব কিছু যেন বানের জলে ভেসে গেলো ইনস্টাগ্রামের সুবাদে। শাকিব খান পোস্ট করলেন একটি ছবি। যাতে পাওয়া গেলো এলোমেলো আবহে পিতা ও পুত্রকে।

এবার অবশ্যই অন্যদের ছবি বা ভিডিও শেয়ার করা লাগেনি। শাকিব তার ইনস্টাগ্রাম আইডিতে পুত্র জয়ের সঙ্গে একটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে চুল এলোমেলো করে মাথা নিচু করে বসে আছেন শাকিব। তার পিছনেই পুত্র জয় বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছে। ছবিটির ক্যাপশনে লেখা, ‘আমার বাবাটার প্রথম আমেরিকা বেড়ানো’।

ছবিটি প্রকাশের দুই ঘণ্টায় এক লাখের বেশি রিয়্যাক্ট রয়েছে। মন্তব্য প্রায় ১০ হাজার, যার বেশিরভাগই প্রশংসিত।

তবে তৈরি হয়েছে রহস্যও। অনেকেই অনুমান করছেন এই এলোমেলো ছবিটি তুলেছেন অপু বিশ্বাস নিজেই। আর ছবির কোরিগ্রাফিটাও তারই করা! তবে এ বিষয় শাকিব খানও অপু বিশ্বাস কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টায় ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

গেল ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পর সাফল্য পেয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট ও কানাডার প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া পেয়েছে সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের সিনেমা হলগুলো সগৌরবে চলছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।

‘প্রিয়তমা’ মুক্তির চারদিন পর যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে যান শাকিব খান। জানা যায়, আগামী মাসের শুরুতে শাকিব দেশে ফিরবেন। নতুন করে তৈরি হয়ে তিনি নতুন সিনেমার শুটিংয়ে ফিরবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলোমেলো চুলে শাকিব, বেঞ্চে শুয়ে জয়

প্রকাশের সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

শাকিব খান, পুত্র জয় ও অপু বিশ্বাস এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এরমধ্যে তাদের একসঙ্গে চলাফেরার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে ভক্তদের সুবাদে। সেসব নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

তবে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সব কিছু যেন বানের জলে ভেসে গেলো ইনস্টাগ্রামের সুবাদে। শাকিব খান পোস্ট করলেন একটি ছবি। যাতে পাওয়া গেলো এলোমেলো আবহে পিতা ও পুত্রকে।

এবার অবশ্যই অন্যদের ছবি বা ভিডিও শেয়ার করা লাগেনি। শাকিব তার ইনস্টাগ্রাম আইডিতে পুত্র জয়ের সঙ্গে একটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে চুল এলোমেলো করে মাথা নিচু করে বসে আছেন শাকিব। তার পিছনেই পুত্র জয় বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছে। ছবিটির ক্যাপশনে লেখা, ‘আমার বাবাটার প্রথম আমেরিকা বেড়ানো’।

ছবিটি প্রকাশের দুই ঘণ্টায় এক লাখের বেশি রিয়্যাক্ট রয়েছে। মন্তব্য প্রায় ১০ হাজার, যার বেশিরভাগই প্রশংসিত।

তবে তৈরি হয়েছে রহস্যও। অনেকেই অনুমান করছেন এই এলোমেলো ছবিটি তুলেছেন অপু বিশ্বাস নিজেই। আর ছবির কোরিগ্রাফিটাও তারই করা! তবে এ বিষয় শাকিব খানও অপু বিশ্বাস কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টায় ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

গেল ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পর সাফল্য পেয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট ও কানাডার প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া পেয়েছে সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের সিনেমা হলগুলো সগৌরবে চলছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।

‘প্রিয়তমা’ মুক্তির চারদিন পর যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে যান শাকিব খান। জানা যায়, আগামী মাসের শুরুতে শাকিব দেশে ফিরবেন। নতুন করে তৈরি হয়ে তিনি নতুন সিনেমার শুটিংয়ে ফিরবেন।