Dhaka মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চীন গেলেন ১৪ দলের বাম শরিক নেতারা

নিজস্ব প্রতিবেদক : 

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর প্রতিনিধিদলে রয়েছেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা, লুৎফুন নেসা খান। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

আওয়ামী লীগের সহযোগী বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

এ সফরের প্রাক্কালে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং সোমবার দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীন গেলেন ১৪ দলের বাম শরিক নেতারা

প্রকাশের সময় : ১২:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর প্রতিনিধিদলে রয়েছেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা, লুৎফুন নেসা খান। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

আওয়ামী লীগের সহযোগী বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

এ সফরের প্রাক্কালে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং সোমবার দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।