Dhaka বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা ভোটেই এমপি হচ্ছেন নৌকার সাজ্জাদুল

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।

সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, সোমবার (২৪ জুলাই) উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন।

সাজ্জাদুল হাসান বিভিন্ন জেলায় প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণের পর দায়িত্ব পালন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে। অবসরগ্রহণের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণাসহ নির্বাচনি তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোট গ্রহণ করার কথা ছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিনা ভোটেই এমপি হচ্ছেন নৌকার সাজ্জাদুল

প্রকাশের সময় : ১০:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।

সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, সোমবার (২৪ জুলাই) উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন।

সাজ্জাদুল হাসান বিভিন্ন জেলায় প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণের পর দায়িত্ব পালন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে। অবসরগ্রহণের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণাসহ নির্বাচনি তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোট গ্রহণ করার কথা ছিল।