আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোতে একটি বারে পেট্রোল বোমার আগুনে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। এদিকে এই হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) মেক্সিকো কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। শহরটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার ভোরে হামলার সময় সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ১১ জন নিহত হন। দগ্ধ হন আরও চারজন। দগ্ধদের মধ্যে কয়েকজনকে সীমান্তের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ওই মাতাল ব্যক্তি বিয়ার হাউস বারে একটি মোলোটভ ককটেল ছুড়েছিলেন। বার থেকে বের হরে দেওয়ার আগে তিনি নারীদের হয়রানি করছিলেন বলে জানা গেছে।
সান লুইস রিও কলোরাডোর মেয়র শনিবার বিকেলে টুইট করেছেন যে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো তার নাম ঘোষণা করা হয়নি।
সোনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আগুনে সাতজন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অনেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি সেই বারে নারীদের সঙ্গে বাজে ব্যবহার করছিলেন। পরে তাকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। তাকে বিচারের আওতায় আনা হবে। সোনোরাতে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সূত্র : বিবিসি।