Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত পুনর্র্নিধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় আগামী ১৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে বাড়িয়ে ২৫ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে ফরম পূরণ গত ৯ জুলাই শুরু হয়ে রবিবার (১৬ জুলাই) পর্যন্ত নির্ধারিত ছিল। আর বিলম্ব ফি-সহ ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময় ছিল।

চলতি বছরের ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশের সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত পুনর্র্নিধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় আগামী ১৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে বাড়িয়ে ২৫ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে ফরম পূরণ গত ৯ জুলাই শুরু হয়ে রবিবার (১৬ জুলাই) পর্যন্ত নির্ধারিত ছিল। আর বিলম্ব ফি-সহ ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময় ছিল।

চলতি বছরের ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।