স্পোর্টস ডেস্ক :
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়দের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল। এ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে একাই ১২ উইকেট নিয়েছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাটিতে ডানহাতি এই স্পিনারের ঘূর্ণিতে রীতিমত নাকাল ওয়েস্ট ইন্ডিজ। ভারতও তাই ইনিংস ও ১৪১ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০তে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টানা দ্বিতীয়বার হারের পর কড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেটারদের। এরপর এবারই প্রথম আবার সাদা পোশাকে খেলতে নেমেছে রোহিতের দল। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ফাইনালে তাকে দলে না রাখায় নিজের হতাশার কথা জানিয়েছিলেন অশ্বিন। আর ক্যারিবিয়দের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করে নিজের গুরুত্ব আরও একবার ভালোভাবেই বুঝিয়েছেন এই স্পিনার।
ডমিনিকা টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৫০ রানে। এরপর ব্যাট করতে নেমে অভিষিক্ত ওপেনার যশ্বসী জয়সোয়ালকে নিয়ে ২৭১ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত। এ দুজনের সেঞ্চুরি এবং ভিরাট কোহলির ফিফটিতে ভর করে ৪২১ রানে তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করে ভারত।
২৭১ রানে পিছিয়ে থেকে ক্যারিবিয়রা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফলে তৃতীয় দিন শেষ হবার আগেই অলআউট হয়ে যায় ১৩০ রান করেই। ফলে এক ইনিংস ও ১৪১ রানের জয় পায় রোহিতের দল।
এদিকে ভারতের এমন ভূমিধ্বস বিজয়ের পেছনে আছে স্পিনার অশ্বিনের বিশাল অবদান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনিই ধসিয়ে দিয়েছিলেন ক্যারিবিয় ব্যাটিং লাইনআপ। এরপর দ্বিতীয় ইনিংসেও তিনি একাই নিয়েছেন সাত উইকেট। তার স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েই অসহায় আত্মসমর্পণ করেছে আসন্ন বিশ্বকাপে জায়গা করে না নিতে পারা ওয়েস্ট ইন্ডিজ।
তবে, ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষিক্ত এই ক্রিকেটারের ১৭১ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলো ভারত। নিজের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং এর স্বীকৃতি তিনি পেলেন ম্যাচসেরা হবার মধ্য দিয়ে।